• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

বিএসএমএমইউতে চালু হলো নাকডাকা ও স্লিপ ডিজঅর্ডারের রোগীর চিকিৎসা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে চালু হলো স্লিপ ল্যাব। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ স্লিপের উদ্বোধন করেছেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগে স্লিপ ল্যাব পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার মধ্য দিয়ে নাকডাকা ও স্লিপ ডিসঅর্ডারে বা ঘুমের ব্যাঘাতজনিত সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসাসেবাকে আরো এগিয়ে নিতে ও গবেষণা কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্লিপ ল্যাবের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির জন্য সব ধরণের সহায়তা করা হবে।

সকাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ৭মতলায় স্লিপ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী বলেন, স্লিপ ডিসঅর্ডার সমস্যাটি সারা বিশ্বে ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। যথাসময়ে স্লিপ ডিজঅর্ডার বা ঘুমের সমস্যা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় না হলে এবং যথাযথ চিকিৎসা না হলে উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হতে পারে বা এ ধরণের রোগের ঝুঁকি বেড়ে যায়। এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসনের সহায়তায় স্লিপ ডিসঅর্ডার পরীক্ষা করার সর্বাধুনিক যন্ত্র পলিসমনোগ্রাম স্থাপন করা হয়েছে। এখানে রোগীরা স্বল্পমূল্যে এই পরীক্ষাটি করার বা স্লিপ স্টাডি করার সুবিধা পাবেন। খাদ্যাভাসে পরিবর্তন আনা এবং মোটা হয়ে যাওয়া থেকে নিজেক বিরত রাখার মাধ্যমে এই ধরণের সমস্যা ও রোগটি প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বলেন, বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগে নাক, কান ও গলার বিভিন্ন সমস্যা ও রোগে ভোগে রোগীদের আধুনিক উন্নত ও সেবা দেয়া হচ্ছে। বর্তমান প্রশাসনের সহায়তায় এই বিভাগের উন্নতি ও সমৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এডিনয়েড (অফহড়ুবফ) জনিত স্লিপ ডিসঅর্ডারে থাকলে সেসকল রোগীর অপারেশনের পূর্বে স্লিপ স্টাডি করা প্রয়োজন। স্লিপ ল্যাব চালু হওয়ায় তারা এই পরীক্ষাটি সহজেই করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, উক্ত বিভাগের অধ্যাপক ডা. মোঃ আবুল হাসনাত জোয়ারদার, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. মোঃ মনজুরুল আলম, অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. নাসিমা আখতার, অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা প্রমুখসহ ওই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ হাসানুর রহমান স্লিপ ল্যাবের পরীক্ষা-নিরীক্ষা, স্লিপ স্টাডি ও ল্যাবের সুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।