• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে অটিজম ব্যক্তিদের পুনর্বাসনে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

বোরো চাষিদের ঘরে সুদিনের বাতাস

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধুই পাকা বোরো ধান। সোনালি ধানের পাকা শীষ বাতাসে দোল খাচ্ছে। চারদিকে পাকা ধানের গন্ধ। বোরো চাষিদের ঘরে বইছে সুদিনের বাতাস। এমন দৃশ্য দেখা যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়।

ভোরের সূর্য উঁকি দেয়ার সঙ্গে সঙ্গেই চাষি ও শ্রমিকরা দল বেঁধে কাস্তে হাতে নেমে পড়ছেন ধান কাটতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস ধান কাটছেন তারা। দম ফেলার ফুরসত নেই কারো।

সরেজমিনে দেখা গেছে, একদল শ্রমিক ধান কেটে আঁটি বেঁধে রাখছেন ক্ষেতের মাঝে। আরেক দল সেই আঁটি মাথায় কিংবা গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়িতেও চলছে ধান মাড়াইয়ের কাজ। এ যেন বিশাল কর্মযজ্ঞ। পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে ধান মাড়াই, সেদ্ধ, শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

আরো দেখা গেছে, অধিকাংশ বাড়িতে ব্যাপারীরা গিয়ে ধান কিনে নিচ্ছেন। কেউ কেউ আবার অগ্রিম টাকা দিয়ে রাখছেন পরবর্তীতে ধান কেনার জন্য। বোরো ধানের বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি উপকূলীয় অঞ্চল কুয়াকাটার চাষিরা। কৃষকদের এমন ব্যস্ততা চলবে আগামী মাস পর্যন্ত।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ অঞ্চলের কৃষকরা পানির অভাবে বোরো চাষে তেমন আগ্রহ দেখাত না। গত কয়েক বছর তাদের মাঝে বের পরিবর্তন এসেছে। বোরো চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে তাদের। এবার বাম্পার ফলন ও ভালো দামের কারণে চাষিদের আগ্রহ আরো বেড়েছে।

নীলগঞ্জ ইউনিয়নের আদমপুরের বোরো চাষি মো. আল-আমিন বলেন, এবার বোরো ধান চাষ করে ভাল লাভ পাইছি। পানির অভাবে খরচটা একটু বেশি হইছে। তবে বাজারে ভালো দাম থাকায় খরচ উইঠা গেছে।

দৌলতপুরের মো. ইউসুফ বলেন, এক সময় আমরা শুধু আমন ধান চাষ করতাম। এখন বছরে তিনবার ধান উৎপাদন করার পরিকল্পনা করতেছি। ধানের বাজার বর্তমানে চড়া। সার ও পানির সমস্যা সমাধান হলে আমরা আরো লাভবান হবো।

কুয়াকাটার হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে জিরাশাইল ধান প্রতি মণ ১০০০ টাকা এবং বি আর ২৮ ধান ১১০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, এ উপজেলায় ২০১৯ -২০২০ অর্থবছরে ৯০০ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদন হয়েছিল। ২০২০-২০২১ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে চার হাজার হেক্টর জমি। এবার প্রতি হেক্টর জমিতে ৫ দশমিক ৬ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছি।