• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভেজাল গুড় তৈরি, তিন ব্যবসায়ীর জরিমানা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মোক্তার শাহ (৪৫), মো. আব্দুর রহিম সুজন (২৭) ও মো. আল আমিন সোনার (৩৫)।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। 

সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর  তার নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযান চালায়। অভিযানকালে ভোজাল গুড় তৈরি ও সংরক্ষণকৃত ২৫ হাজার কেজি ভেজাল গুড়সহ তৈরির বেশ কিছু উপকরণ জব্দ করা হয়। এ সময় চাঁকৈড় বাজারের গুড় ব্যবসায়ী মৃত মাহমুদ শাহর ছেলে মো. মোক্তার হোসেন, মৃত আজিজ সোনারের ছেলে মো. আব্দুর রহিম ও আতাহার সোনারের ছেলে আল আমিন সোনারকে আটক করা হয়।’

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. আবু রাসেল প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে জব্দকৃত মালামাল ধংস করা হয়।