• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

মাদকেই মরণ বিএনপির তৃণমূলের, রিহ্যাবে অসংখ্য নেতাকর্মীরা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

সাংগঠনিকভাবে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে বিএনপি। আন্দোলন-কর্মসূচিতেও বিশেষ মনোযোগ নেই নেতাদের। শুধু কেন্দ্র নয়, সারা দেশের নেতা-কর্মীদের মধ্যেই সেই ভাইরাস প্রকটভাবে ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো- দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা নেতারা প্রায় অকর্মণ্য অবস্থায় পড়ে আছে। ফলে বিভিন্ন ধরণের মাদক সেবনে অভ্যস্ত হয়ে অসংখ্য নেতাকর্মীরা রিহ্যাবে পর্যন্ত রয়েছে। যা দলটির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে।

সারা দেশে তৃণমূল বিএনপির অবস্থা জানিয়ে সূত্র বলছে, মাদকের ভয়াল ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীরা। তারা না পারছে মাদক সেবন থেকে সরে আসতে, না পারছে সাংগঠনিকভাবে সক্রিয় হতে। এ পর্যন্ত সারা দেশের বিএনপির তৃণমূলের অন্তত ২ হাজারেরও বেশি নেতাকর্মী রিহ্যাবে আছেন বলেও জানা গেছে।

এমন প্রেক্ষাপটে ১৮ আগস্ট মাদক দ্রব্য সেবনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ চার বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার আকচা ইউপির সাবেক চেয়ারম্যান ও স্বপ্নজগৎ পার্কের মালিক সারোয়ার হোসেন চৌধুরী, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক, ঢোলারহাট বিএনপির সাধারণ সম্পাদক ইশারুল ও মনির হোসেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকালে আটক চারজনের বিরুদ্ধে মামলা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ওই পার্কে অসামাজিক কাজে সুযোগ করে দেওয়ার অপরাধে পার্ক মালিক সারোয়ার হোসেনসহ আট যুগলকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে পার্ক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং আটক যুগলদেরকে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। একইভাবে রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক মানিক মাদক সেবনের অভিযোগে চার সহযোগীসহ গত বছরের নভেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা পার্কগুলোতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এতে উঠতি বয়সীরা বিপথগামী হচ্ছে। গ্রেফতারকৃত বিএনপির ওই নেতারা নিজেদের দলীয় কর্মীকে মাদকের ভয়াল পথে টেনে নেয়ার পাশাপাশি স্থানীয় যুবকদেরও প্রলুব্ধ করছিলো। তাদের গ্রেফতারে কিছুটা স্বস্তি ফিরছে বলেও জানান তারা।