• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মানবপাচারেও ধোঁকাবাজি!

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

সীমান্ত পার করে ইউরোপের একটি দেশে প্রবেশ করিয়ে দিতে চার অভিবাসীর সঙ্গে চুক্তি করেছিলেন পাচারকারী। বিনিময়ে নিয়েছিলেন মোটা অংকের টাকাও। কিন্তু কথা রাখেননি! ধোঁকা দিয়েছেন অভিবাসীদের। মূল সীমান্ত পার না করিয়ে ছেড়ে দিচ্ছিলেন নিজের তৈরি করা নকল সীমান্তরেখার পরেই। কিন্তু, সেটাও পারেননি। ধরা পড়েছেন সীমান্তরক্ষীদের হাতে।


গত সপ্তাহে রাশিয়ায় ঘটেছে এ ঘটনা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ওই ব্যক্তি দক্ষিণ এশিয়ার একটি দেশের চার অভিবাসীর কাছ থেকে ১০ হাজার ডলার (প্রায় সাড়ে আট লাখ টাকা) নিয়েছিলেন সীমান্ত পার করিয়ে ফিনল্যান্ডে পৌঁছে দেওয়ার শর্তে। কিন্তু প্রকৃতপক্ষে কখনোই মূল সীমান্তে যাওয়ার পরিকল্পনা ছিল না তার।

কারণ, ওই ব্যক্তি রাশিয়া-ফিনল্যান্ডের মধ্যকার মূল সীমান্তরেখার অনেক আগেই কাঁটাতারের বেড়া দিয়ে আরেকটি নকল সীমান্ত তৈরি করেছিলেন। রাতের অন্ধকারে অভিবাসীদের ওই নকল সীমান্তই পার করিয়ে দিতেন তিনি।

জানা যায়, পরিকল্পনামতো ওই পাচারকারী চার অভিবাসীকে ভাইবর্গ এলাকায় প্রথমে গাড়িতে ঘোরান, পরে আঁকাবাঁকা পথে অনেকক্ষণ হাঁটান। এরপর আবার নৌকায় করে একটি লেকের ভেতর ঘোরাতে থাকেন। পরে রাত হয়ে গেলে নকল সীমান্ত পার করিয়ে দিতে যান। আর সেখানেই রাশিয়ান সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন সবাই।

তবে পাচারকারী ও আটক অভিবাসীদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।   

গত বুধবার (৪ ডিসেম্বর) সেন্ট পিটার্সবার্গের একটি আদালত চার অভিবাসীকে জরিমানা করেন ও রাশিয়া থেকে ফেরত পাঠানোর আদেশ দেন।

আর পাচারকারী ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা মামলা হবে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।

প্রসঙ্গত, ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে যুক্ত সীমান্ত রয়েছে রাশিয়ার। একারণে অনেকেই সুবিশাল দেশটিকে ইউরোপে ঢোকার রুট হিসেবে ব্যবহার করেন।