• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজ্জাকের নেতৃত্বে নতুন দলে ভিড়ছেন দলছুট বিএনপি নেতারা!

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

জামায়াতের বহিষ্কৃত ও দলত্যাগী নেতা জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন দল। এ খবর পুরনো হলেও তাতে নতুনমাত্রা যুক্ত হয়েছে। জানা গেছে, দলে ভিড়ছেন বিএনপি থেকে পদত্যাগ করা বিএনপির অন্তত ৫ জন সিনিয়র নেতা। এরপরে নতুন দলের কমিটি গঠন করা হবে বলেও জানা গেছে।

তথ্যমতে, ফেব্রুয়ারি মাসে জামায়াত থেকে পদত্যাগের পর ব্যারিস্টার রাজ্জাক কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়া বা নতুন দল গঠন করবেন না বলে ঘোষণা দিলেও সময়ের ব্যবধানে তিনি জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নতুন রাজনৈতিক দলের ভিড়ছেন বলে জানা যায়।

দলটির নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রথমদিকে ব্যারিস্টার রাজ্জাকের কোন কর্মকাণ্ড দৃশ্যমান না থাকলেও তার পরামর্শেই নতুন দলের উদ্যোগ নিয়েছেন মঞ্জু। এমনকি বিএনপির সাথে মনোমালিন্য থাকা নেতাদেরকে নতুন দলে টানতে অগ্রণী ভূমিকা পালন করেছেন জামায়াতের সাবেক এই শীর্ষ নেতা।

সূত্র বলছে, ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও মজিবুর রহমান মঞ্জুর নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ব্যাপারে ইতোমধ্যে বিএনপির ৫ নেতা আশ্বাস দিয়েছেন। যাদের মধ্যে দুইজন রয়েছেন বিএনপির হেভিওয়েট নেতা। এমনকি খুব শিগগিরই বিএনপির আরো বেশ কয়েকজন দলত্যাগী নেতা আবদুর রাজ্জাকের দলে আসতে পারেন বলে নির্ভরযোগ্য সূত্রটি নিশ্চিত করেছেন।

এ নিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, এখন পর্যন্ত বিএনপির অনেকে সাড়া দিয়েছেন। অনেকে আমাদের সাথে এসে কথা বলেছেন। আমরাও নিজ দায়িত্বে অনেকের সাথে গিয়ে কথা বলেছি। কয়েকজন নেতা যোগ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তবে বিএনপির ওই নেতাদের সম্পর্কে বিস্তারিত জানাতে নারাজ তিনি।

অসমর্থিত সূত্রে জানা গেছে, বিএনপির হেভিওয়েটদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজুর রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ কয়েকজন আবদুর রাজ্জাকের দলে যোগ দিবেন বলে আশ্বস্ত করেছেন।