• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাওনের জ্বালানী ও চালকবিহীন ফোর হুইলার প্রইভেট কার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

পটুয়াখালী প্রতিনিধি ॥
জ্বালানি ও চালকবিহীন পরিবেশ বান্ধব প্রাইভেটকার আকৃতির ফোর হুইলার গাড়ি আবিষ্কার করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন পটুয়াখালীর কলাপাড়ার কলেজ ছাত্র মাহবুবুর রহমান শাওন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে গাড়িটি। একই সঙ্গে স্বযংক্রিয়ভাবে গাড়িটি আট মিটার দূর থেকেই অন্য যানবাহন ও প্রাণীকে অনুসরন করে দুর্ঘটনা এড়াতে সক্ষম হবে এমন দাবী আবিস্কারক শাওনের।
বাংলাদেশ প্লানেটর কলেজের রোবোটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাওন প্রায় ১ মাসের কঠোর শ্রমে সোলার সিস্টেমে জ্বালানি বিহীন এবং নিজ থেকেই র্দুঘটনা প্রতিরোধ সক্ষম এই গাড়ি তৈরি করেন। সফলভারে গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে কুয়াকাটা-ঢাকা মহাসড়কে। প্লাষ্টিক বোর্ড, লোহার এঙ্গেল, প্লাষ্টিকের গ্লাস, থাই গ্লাাস, পুরোনো অটো রিক্সার চাকা, সোলার প্যানেল, ব্যাটারী ছাড়াও কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাড়িটি তৈরী করা হয়েছে। কম্পিউটার প্রোগাম সেট করে চালকবিহীন চালনায় উপযোগী করা হয়েছে গাড়ীটিকে। 
শাওন জানান, সাধারণ বেটারি দিয়ে চালনা করার গতি সর্বোচ্চ ৪৫ কিলোমিটারের বেশি ওঠেনি।  লিথিয়াম আয়ন বেটারী হলে এর গতিবেগ আরো বাড়বে।
পটুয়াখালীর মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের শাওন এলাকায় ক্ষুদে বিজ্ঞানী হিসাবে বেশ পরিচিত। ২০১৫ সালে সি-প্লেন তৈরি করে পরীক্ষামূলক আকাশে উড়িয়ে ও নদীতে ভাসিয়ে সবাইকে চমকে দেন। এছাড়া শাওন আবিষ্কার করেছেন সিকিউরিটি অ্যালার্ম, মোবাইলের ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, সেন্সর লাইট, স্মার্ট সুইস, মোবাইল সুইস, ড্রন বিমান ও মোবাইলের মাধ্যমে সুইস অন-অফ করার যন্ত্র ইত্যাদি। 
শাওনের মতে, আধুনিক যন্ত্রপাতি ও অর্থনৈতিক সহযোগিতা পেলে তার আবিষ্কৃত গাড়ি ও ইলেকট্রিকাল যন্ত্রপাতি বাণিজ্যিকভাবে বাজারজাত করে আধুনিক বিশ্বকে আরো এগিয়ে নেয়া সম্ভব। এ প্রযুক্তি বানিজ্যিকভাবে বাজারজাতের মাধ্যমে জ্বালানী সাশ্রয়সহ দেশও লাভবান হবে। 
শাওন জানান, ছোট বেলা থেকেই তার বিজ্ঞানের প্রতি আগ্রহ। লেখাপড়ার পাশাপাশি তার আবিষ্কারের প্রতি ছিল তার বিশেষ আগ্রহ। এ পর্যন্ত পরিবারের আর্থিক সহযোগিতা ও বন্ধুদের উৎসাহ ছাড়া তার পাশে কেউ দাঁড়ায়নি। তার বাবা-মা সবসময় তাকে নানাভাবে সহযোগিতা এবং উৎসাহ দেন। সরকারের সহযোগিতা পেলে আমার আবিষ্কৃত যন্ত্রপাতি আধুনিকভাবে বাজারে সরবারাহ করে দেশের মুখ উজ্জ্বল করতে পারবো। দেশ লাভবান হবে।
শাওনের বাবা মাদরাসা শিক্ষক নাসির উদ্দিন বলেন, শাওন ছোটবেলা থেকেই লেখাপড়ার চেয়ে নানা যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করতো। তার খেলাধুলার অংশই ছিল আবিষ্কার। ছেলের এমন আগ্রহ দেখে তাকে বাধা না দিয়ে যখন যা চেয়েছে কিনে দিয়েছি। এখনও দিচ্ছি। তার এই কাজে সরকার এগিয়ে আসলে অনেক কিছু আবিষ্কার করতে পারবে শাওন।
কলাপড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, শাওনের বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলেছি। আশা করছি তার জন্য কিছু করা যাবে।