• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

সরকারী গাছ কেটে নিল চেয়ারম্যানের লোকজন

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯  

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবিরের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে তার নেতৃত্বে আউলিয়াপুর এলাকাধীন সড়কের পাশে বড় আকারের মেহেগনি, আকাশমনিহর কয়েক প্রজাতির গাছ কর্তন চলছে বলে অভিযোগ রয়েছে। এঘটনায় রোববার বন বিভাগ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি স্বমিল থেকে কয়েকটি গাছ জব্দ করেছে।  

সরেজমিন ও অভিযোগে জানা গেছে, ১০ জানুয়ারী থেকে এ পর্যন্ত আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম আউলিয়াপুরের মনসুর হাজী বাড়ী থেকে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত অন্তত ১৭ থেকে ২০টি বড় আকারের মেহেগনি, আকাশমনিসহ কয়েক প্রজাতির গাছ কেটে  নিয়ে যায় স্থানীয় কুদ্দুস মৃধার ছেলে বেলাল মৃধা, শাহজাহান মৃধার ছেলে সোহেল মৃধা এবং হোসেন খানের ছেলে আলমগীর খানসহ ৭ /৮ জনের একটি দল।  এসময় স্থাণীয়রা গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তারা জানান, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের ফার্নিচার বানাবে তাই গাছ গুলো কাটা হচ্ছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও পুলিশ সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে গাছ কাটার দলটি ঘটনাস্থল থেকে সঠকে পরে। এদিকে সদর থানা পুলিশের একটি দল গাছ কাটার খবর পেয়ে গলাচিপা উপজেলার বাদুরার একটি স্ব-মিল গিয়ে কাটা গাছের আলামত পায় বলে জানান। তবে বিষয়টি গলাচিপা থানার আওতায় বলে সদর থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা নিতে পারেনি।

রবিবার সরেজমিনে গিয়ে পটুয়াখালী বন বিভাগের সদর রেঞ্জ অফিসার মাহাবুব আলম বানিয়াবাড়ি বাজারে ইব্রাহীম বিশ্বাসের মালিকাধীন একটি স্বমিল থেকে চারটি বড় আকারের কাটা মেহেগনি গাছ জব্দ করেছেন। এসময় স্বমিল মালিক ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বমিল মালিক ইব্রাহীম বিশ্বাস জানান, তিনি স্বমিলটি মনির তালুকদারের কাছে ভাড়া দিয়েছেন। এদিকে এলাকাবাসী জানান, গত শনিবার ওই স্বমিল সংলগ্ন আরো কয়েকটি বড় সাইজের গাছ ছিল। যা রাতের বেলা সরানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, মনসুর হাজী বাড়ী সংলগ্ন একটি মাত্র গাছ কেটে ইউনুচ বেপারীর কাছে ২৬ হাজার টাকায় বিক্রি করেছে। সে ক্ষেত্রে ওই দলটি অন্তত ৫ লাখ টাকার গাছ কেটে নিয়েছে। এদিকে বেলাল মৃধা গাছ কাটার অভিযোগ অস্বীকার করলেও বন বিভাগ বলেছে বেলাল মৃধা, সোহেল মৃধা, আলমগীর খান, ইউনুচ বেপারী ও আনোয়ারসহ অনেকেই সেখানে উপস্থিত ছিল।

 স্থানীয়রা জানান, প্রায় এক দশক আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্মিত এ সড়কের দু পাশে একটি এনজিও গাছ লাগালেও দেখভাল করতো স্থানীয়রা। কিন্তু হটাৎ করে চেয়ারম্যানের লোকজন গাছ কেটে নেয়ার ঘটনায় তারা হতবাক। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান হুমায়ুন কবির জানান,গাছ কাটার সাথে তার কোন সম্মৃক্ততা নেই। তিনি বর্তমানে এলাকার বাইরে আছেন। এলাকায় ফিরে এ বিষয়ে খোঁজ খবর নিবেন।

এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি জানান, অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে কিছু গাছ স্থানীয় একটি স্ব মিল থেকে জব্দ করা হয়েছে। কি পরিমান গাছ কাটা হয়েছে তা নিরুপন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।