• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবমেরিন ক্যাবলে বিচ্ছিন্ন দ্বীপে বিদ্যুতের আলো

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১২ জুন ২০২১  

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২০২১ সালের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করার কর্মসূচি গ্রহণ করেছেন। 

এরই ধারাবাহিকতায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ও চরবিশ্বাসে নেয়া হচ্ছে বিদ্যুৎ। ২২ হাজার ৬৬৬ জন গ্রাহক সংযুক্ত হয়েছে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রাজ্জাকুর রহমান জানান, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাসহ বিচ্ছিন্ন দ্বীপগুলোতে বিদ্যুৎ সংযোগ বা সরবরাহের কাজ শেষ পর্যায়ে। ওই অঞ্চলগুলো ভোলার কাছাকাছি হওয়ায় সাবমেরিন ক্যাবলের মাধ্যম বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। চরকাজল ও চরবিশ্বাস এই দুই জায়গায় কাজ শেষ হয়েছে। এরই মধ্যে কিছু অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। 

ঘরে ঘরে বিদ্যুৎ

ঘরে ঘরে বিদ্যুৎ

জানা গেছে, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নদীতে সাবমেরিন ক্যাবল দিয়ে বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে যা দেশে সবচেয়ে দীর্ঘতম সাবমেরিন ক্যাবল লাইন। চরমুজিবে উপকেন্দ্র করে গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস, দশমিনা উপজেলার চরবোরহান, দশমিনা সদর ইউপির চরহাদি, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে বিদ্যুতের সঞ্চালন লাইন দেয়া হয়েছে। 

ভোলা জেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৭৯২ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যবহার করা হয়েছে। এসব অঞ্চলে মোট ৪৫টি গ্রাম রয়েছে। গ্রামগুলো বিদ্যুতায়িত হলে গ্রাহক হবে ২২ হাজার ৬৬৬ জন। এসব এলাকায় কমপক্ষে ৬ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। পূর্বে চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন দুটি দ্বীপাঞ্চল হওয়ায় সরাসরি বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়নি। 

সরেজমিনে দেখা গেছে, গ্রাহক হয়রানি বন্ধ করতে চরাঞ্চলে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি গ্রাহকের বাড়িতে মিটারের লাইনের তার টানা আছে। সরকার নির্ধারিত ফি জমা দিলেই অল্প সময়ের মধ্যে সংযোগ দেয়া হবে। 

চরবিশ্বাসের স্থানীয়রা বলেছেন, তাদের ঘরে কয়েক বছর ধরে সোলার লাইট জ্বলছে। কিন্তু তাতে খুব একটা প্রয়োজন মেটাতে পারে না। এবার বিদ্যুৎ পাওয়ায় এই দ্বীপ এলাকায় আইসিটি, শিক্ষা, কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে। যা এ এলাকার মানুষের কাছে স্বপ্নের মতো। 

পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা বলেন, আওয়ামী লীগের একটি ভিশন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। দেশের সব জায়গা যখন আলোয় ঝলমলে তখন এ এলাকা অন্ধকার ছিল। উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুৎ সঞ্চালন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এখানকার জীবন মানের ইতিবাচক পরিবর্তন ঘটবে।