• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

৫০০তম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড!

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

পোর্ট এলিজেবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামলে দেশের বাইরে ৫০০তম টেস্ট খেলা হবে ইংল্যান্ডের। নির্দিষ্ট দল হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলা ইংল্যান্ড প্রথম দল হিসেবে এমন কীর্তি গড়বে।

১৪৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে হাজার টেস্ট খেলার কীর্তি আগে গড়ে ইংল্যান্ড। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামে ইংল্যান্ড। এরপর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ৫২১টি টেস্ট খেলে ইংল্যান্ড। আর ঘরের বাইরে খেলে ফেলেছে ৪৯৯টি ম্যাচ।

এখন পর্যন্ত দল হিসেবে ১০২০ টেস্ট খেলা ইংল্যান্ড জয় পেয়েছে ৩৬৯ ম্যাচে। এর মধ্যে ঘরের বাইরে ৪৯৯ ম্যাচে জিতেছে ১৪৭টি। আর ঘরের মাঠে জয় ২২২টি। ঘরের বাইরে দলটির জেতার হার মাত্র ২৯ শতাংশ। সেখানে ইংল্যান্ডের মাটিতে ৪২ শতাংশ ম্যাচ জিতেছে দলটি।

ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত চারটি দল ৫০০ এর অধিক টেস্ট খেলেছে। সর্বোচ্চ ইংল্যান্ড ১০২০ ম্যাচ খেলেছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া খেলেছে ৮৩০ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ৫৪৫ ম্যাচ খেলে তৃতীয় ও ভারত ৫৪০ ম্যাচ নিয়ে আছে চতুর্থ স্থানে।

ইংল্যান্ড ঘরের বাইরে ৫০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবে। অথচ তাদের বিপক্ষে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা এখনো মোট ৫০০ টেস্ট খেলার সুযোগ পায়নি। সব মিলিয়ে প্রোটিয়াদের মোট টেস্ট সংখ্যা ৪৩৭টি।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত স্বাগতিকদের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট সিরিজ ১-১ এ ড্র আছে। প্রথম মাচে সেঞ্চুরিয়নে ১০৭ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। কেপটাইনের দ্বিতীয় টেস্টে শেষদিনের রোমাঞ্চে ১৮৯ রানের জয় পায় সফরকারি ইংল্যান্ড। আজ দুপুরে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৪ জানুয়ারি জোহানেসবার্গে।