• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

সেই ভিক্ষুক দম্পতি পাচ্ছেন ঘর, পেয়েছেন লাখ টাকার সহায়তা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

‘পরনের কাপড় নেই, স্ত্রীর ওড়না পরেন স্বামী!’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়।

শনিবার (০২ জানুয়ারি) আজও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। এছাড়াও ওই ভিক্ষুক দম্পতির নিজস্ব জমিতে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ঘর নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর প্রকাশের দিন থেকে এ পর্যন্ত নগদ অর্থ, খাদ্য সামগ্রী, আসবাবপত্র ও কাপড় কম্বলসহ প্রায় লাখ টাকার সরকারি-বেসরকারি সহায়তা পেয়েছেন।

পটুয়াখালী জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ প্রতিপাদ্যে নিয়ে সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে চেক ও নগদ অর্থ তুলেদেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শীলা রাণী দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুভূতি প্রকাশ করে সভায় বৃদ্ধ সুলতান ডাক্তার বলেন, ‘আমি একদিন খেলে তিনদিন না খেয়ে থাকতাম। আমি অক্ষম, আমার স্ত্রী ভিক্ষা করে এনে আমারে খাওয়ায়। আজ আমার ভাঙা ঘরে খাবারে ভরা, সোলার, লেপ, তোষক পাইছি। আর কিছু চাইনা। তবে আমার একটু জমি আছে, সেখানে একটা ঘর বানিয়ে কয়দিন থেকে মরতে চাই। ’

সুলতান ডাক্তারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, তিনি চাওয়ার আগেই প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ঘর নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিক্ষুক দম্পতি এ পর্যন্ত যা যা পেয়েছেন- তোষক একটি, লেপ একটি, সোলার সিস্টেম একটি, লুঙ্গি সাতটি, শাড়ি সাতটি, জ্যাকেট দুইটা, কম্বল ছয়টা, পাঞ্জাবি একটি, গামছা দুটি, মোবাইল ফোন সিমসহ একটি, ৭০ কেজি চাল, তেল ১২ লিটার, ডাল পাঁচ কেজি, পেঁয়াজ আট কেজি, চিড়া ৪ কেজি, লবন ৩ কেজি, চিনি ৫ কেজি।