• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

মানব পাচার অপরাধ দমনে প্রতি বিভাগে হচ্ছে ট্রাইব্যুনাল

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

আইন প্রণয়নের সাত বছর পরে গঠন হতে যাচ্ছে ‘মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল।’ মানব পাচার অপরাধের দ্রুত বিচারে দেশের সাত বিভাগে সাতটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে ট্রাইব্যুনাল গঠনের জন্য জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারে এই ট্রাইব্যুনাল। 

মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে পাচার সংক্রান্ত মামলাগুলো পৃথকভাবে পরিচালনার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে। অথচ ২০১২ সালে আইন প্রণয়নের পর এখন পর্যন্ত গঠন করা হয়নি ট্রাইব্যুনাল। প্রত্যেক জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানব পাচার সংক্রান্ত মামলার বিচার পরিচালিত হচ্ছে। এসব ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতনের মামলার চাপ বেশি থাকায় দীর্ঘায়িত হচ্ছে মানব পাচার মামলার বিচার। আইনে মানব পাচার প্রতিরোধ তহবিল ও জাতীয় মানব পাচার দমন সংস্থা গঠনের উল্লেখ থাকলেও এখন পর্যন্ত সেটাও করা হয়নি।

অন্যদিকে মানব পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিবেদনে বাংলাদেশকে টায়ার-২ ওয়াচ লিস্টে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার গঠন করতে যাচ্ছে ‘মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগকে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানা গেছে। কারণ এসব বিভাগের বেশকিছু জেলায় মানবপাচারের ঘটনা সবচেয়ে বেশি। কক্সবাজার, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, নাটোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, নরসিংদী, কিশোরগঞ্জ ও চাঁদপুরে মানব পাচারের ঘটনা বেশি ঘটছে বলে সূত্র জানায়।

‘মানবপাচার প্রতিরোধ ও দমন আইন’ ২০১২-এর ৩ নম্বর আইন অনুযায়ীই ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে সরকার। এ আইনে সংঘবদ্ধভাবে মানব পাচারের জন্য মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড ও সর্বনিম্ন সাত বছরের কারাদন্ড এবং অন্যূন পাঁচ লাখ টাকা অর্থদন্ডের বিধান আছে।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, প্রতি বিভাগে যেন অন্তত একটি ট্রাইব্যুনাল স্থাপন হয় সেই প্রস্তাব করা হয়েছে। মানব পাচারের মতো ক্রাইমের জন্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। এ অপরাধের বিচারের জন্য ৬৪ জেলাতেই ট্রাইব্যুনাল থাকা উচিত বলে মনে করি। তবে আপাতত বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল হবে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মানব পাচার সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনাল গঠনের বিকল্প নেই। তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া বাংলাদেশিরা নির্যাতন নিপীড়নের যে ভয়াবহ বর্ণনা দেন সেগুলো মেনে নেওয়া কঠিন। শুধু চুনোপুঁটিদের ধরে মানব পাচার বন্ধ করা সম্ভব নয়, ধরতে হবে রাঘববোয়ালদের যারা দেশে-বিদেশে বসে আছে।

জাতীয় মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য মো. নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ট্রাইব্যুনাল গঠন এখন শুধু দাবির পর্যায়ে নেই অনেকটা বাধ্যবাধকতার পর্যায়ে চলে গেছে। মানব পাচারের মতো অপরাধ দমনে সরকারি-বেসরকারি সংস্থা সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন এ ক্ষেত্রে সমন্বয়কের ভুমিকা পালন করবে।

ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী বলেন, এটি কোনো দাবির বিষয় নয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করতেই হবে। বাংলাদেশ এখন মানব পাচার বিষয়ক প্রতিবেদনের টায়ার-২ ওয়াচ লিস্টে আছে। ভয়াবহ বিপর্যয় হওয়ার আগেই সমস্যার সমাধান জরুরি।