• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে বাড়ছে করোনা সংক্রমণ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২  

রাজশাহীতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা। বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যু। সংশ্লিষ্টরা বলছেন, ২০২১ সালের ডিসেম্বরের শেষ নাগাদ জেলার করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এখনতো হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। এরপরেও জেলার অধিবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনীহা ও উদাসীনতা দেখা গেছে। বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে না। এছাড়া দোকানপাট ও কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা এবং যানবাহনে যাত্রীদের চলাচলে স্বাস্থ্যবিধি মেনে চলতেও অনীহা দেখা গেছে।   

সোমবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহীর দুটি ল্যাবে ৩০৪ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এদিন ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। এর আগের দিন রবিবার (২৩ জানুয়ারি) ২২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিন পরীক্ষা করা হয় ৩৬৭ জনের নমুনা। শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ। এদিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৯৯ জনের শরীরে। একই সময়ে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২০৫ জনের শরীরে।

অর্থাৎ এদিন রাজশাহীর দুটি ল্যাবে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয় ৩০৪ জন। যা করোনার নতুন ধরনের রাজশাহী জেলায় সর্বোচ্চ শনাক্ত। এদিন নমুনা পরীক্ষার অনুপাতে করোনা সংক্রমণের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজন করোনায় এবং দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। যাদের একজন নারী ও দুইজন পুরুষ।

অন্যদিকে রাজশাহীতে স্বাস্থ্যবিধি না মানায় ও অন্যান্য আইনে ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময়ে জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী সোমবার (২৪ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাত জনকে মামলা দেওয়ার পাশাপাশি একই সময়ে অস্বচ্ছল এক হাজার মানুষকে ১০৭টি মাস্ক বিতরণ করা হয়েছে।

এছাড়াও নগরীর বিন্দু হোটেল, রহমানিয়া হোটেল, কোলকাতা কাচ্চি অ্যান্ড তেহেরি ঘর, নবাব কিচেন, চিলিস, টিএফসি, সুলতানা কিচেনসহ অন্যান্য রেস্টুরেন্টসহ ছোট ছোট খাবার হোটেলগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ রেস্টুরেন্টে ও খাবার হোটেলে স্বাস্থ্যবিধি মানার কোনও বালাই নেই। কিছু জায়গায় যেসব গ্রাহক পার্সেল খাবার নিচ্ছেন, তাদের মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে। তবে বসে খাবার খেতে টিকা সনদ প্রদর্শনে কোনও বাধ্যবাধকতা নেই।

নগরীর টিএফসি রেস্টুরেন্টের ম্যানেজার সাইদুল ইসলাম রানা বলেন, নির্দেশনা মেনে রেস্তোরাঁ চালাতে গেলেও প্রতিটা পদক্ষেপেই নানাভাবে বাধার সম্মুখিন হতে হচ্ছে। এক্ষেত্রে ভোক্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোসহ বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হন মালিক-কর্মচারীরা।

নবাব কিচেন রেস্তোরাঁর অর্ণব বলেন, এখানে অনেকে আসছেন। তাদেরকে করোনা টিকার সনদের কথা বো হয়। তবে তারা জবাবে বলেন, আমরা ভ্যাকসিন সনদের বিষয়ে জিজ্ঞেস করার কে? আবার গ্রাহক একপর্যায়ে বিরক্ত হয়ে চলে যাচ্ছে। জানতে চাইলে কিছু গ্রাহক উল্টো আমাদেরকেই জিজ্ঞেস করেছে? এমন পরিস্থিতিতে আমরা আসলে কী করবো; তাই জানা নেই। বিকল্প হিসেবে আমরা রেস্তোরাঁর চারপাশে সরকারের নির্দেশনার বিষয়ে জানিয়ে দিয়েছি।
 
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা বলেন, আমাদের ডিসি স্যার করোনায় আক্রান্ত। এখন স্বাস্থ্যবিধি মানাতে মোবাইলকোর্ট পরিচালিত হচ্ছে। রেস্টুরেন্টগুলোতেও মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে।