• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে নকল সরবরাহ করায় এএসআই`র কারাদণ্ড

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ মে ২০১৯  


পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহ করায় পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৪ মে) দুপুরে রশিদ কিশালয় বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা এ রায় দেন। মাহাবুব সদর সার্কেল অফিসে কর্মরত।

জানা যায়, সারাদেশের মতো পটুয়াখালীর কয়েকটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্য মাহাবুবের অন্য কেন্দ্রে দায়িত্ব থাকলেও, বার বার এই কেন্দ্র প্রবেশ করছেন। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাকে নিষেধ করলেও সে বাধা না মেনে আবার ওই কেন্দ্রে প্রবেশ করায় সন্দেহ হলে তার দিকে এগিয়ে গেলে সে সঙ্গে থাকা কারেকশন কপি নিচে ফেলে দেয়। তখনই তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান,  প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষায় যাকে অপরাধী হিসেবে পাওয়া গেছে, তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। আজ পুলিশের এক সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) জিয়াউর রহমান  বলেন, সব পাবলিক নিয়োগে জেলা প্রশাসন ও পুলিশসহ সব ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা সুষ্ঠু পরীক্ষা গ্রহণে সক্ষম হয়েছি। আগামী ৩০ তারিখ পরীক্ষা আছে ওই দিনও আমরা একইভাবে নিয়ন্ত্রণ করবো। তবে সব ধরনের অনিয়ম ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।