• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪  

পুলিশের কাজে বাধা ও হামলার দায়ে বরিশালের বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে দুই ধারায় দুই বছর ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রোববার (২১ এপ্রিল) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী কারাদণ্ড দেন।

দণ্ডিতর হলেন, খেলাফত মজলিসের নগরের হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা মুন্সী মোস্তাফিজুর রহমান, জামায়াতের পটুয়াখালী সদর থানার হকতুল্লাহ এলাকার মো. জাকির হোসেন, নিউভাটিখানা এলাকার আবরার হাসান, বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া এলাকার মো. মহিউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ইকু ও মহানগর যুবদলের মাসুদ হাসান সজিব।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এপিপি অ্যাডভোকেট মো. জামাল হোসেন জানান, দুই ধারায় ৬ আসামিকে দুই বছর ৬ মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামি উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পলাতক ছিল।  

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, দণ্ডিতদের মধ্যে চারজন জামায়াত-শিবিরের নেতা ও দুইজন বিএনপি ও ছাত্রদল নেতা।

মামলার বরাতে অ্যাডভোকেট ইমন বলেন, ২০১৩ সালের ২৯ অক্টোবর ১৯ দলীয় নেতাকর্মীরা নগরের বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুলের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ গিয়ে তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা মিছিল করায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে আটক ৭ জনসহ নামধারী বিএনপি-জামায়াতের ৩৪ এবং অজ্ঞাতপরিচয় দেড়শ জনকে আসামি করে মামলা করে। কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের ২০১৫ সালের ৭ এপ্রিল বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।

বেঞ্চ সহকারী মো. সেলিম জানান, মামলায় ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়। অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।