নিউ জেএমবির আমির তুরস্কে গ্রেপ্তার
আজকের পটুয়াখালী
প্রকাশিত: ১ মার্চ ২০২৩

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘নিউ জেএমবি’র আমির মোহাম্মদ কামরুল হাসান ওরফে মাহাদী হাসান জন ওরফে আবু আব্বাস আল বাঙালী তুরস্কে গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করে।
এখন ‘মোস্ট ওয়ান্টেড’ এই জঙ্গি নেতাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে বাংলাদেশের পুলিশ। এই জঙ্গি নেতা ঢাকা, নারায়ণগঞ্জ ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক জঙ্গি হামলার ‘মাস্টারমাইন্ড’। তুরস্কে বসে অনলাইনে এসব হামলার দিকনির্দেশনা থেকে শুরু করে অর্থায়ন- পুরো কাজ মাহাদী হাসান জন করেছিলেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান আমাদের সময়কে বলেন, মাহাদী হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ইস্যু করতে এবং তাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে আমরা পুলিশ হেডকোয়ার্টার্সকে চিঠি দিয়েছি। এখন পুলিশ হেডকোয়ার্টার্স এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করছে।
জানা গেছে, গুলশানের হোলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি অনেকটাই ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের অনেকেই নিহত কিংবা গ্রেপ্তার হন। এতে নব্য জেএমবি অস্তিত্ব সংকটে পড়ে। ঠিক তিন বছরের মাথায় এসে ২০১৯ সালে এই গোষ্ঠী নতুন করে সক্রিয় হয়ে ওঠে। ২০১৯ সালের ২৯ এপ্রিল রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমা ?হামলা হয়। এ ছাড়া একই বছরে মালিবাগ ও সায়েন্স ল্যাবরেটরিতে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। অন্যদিকে রাজধানীর ব্যস্ততম মোড় পল্টন ও খামারবাড়ি এলাকার দুটি পুলিশ বক্সের পাশ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়।
এসব বিস্ফোরণে পুলিশের পাঁচ সদস্য, একজন কমিউনিটি পুলিশ সদস্য, একজন রিকশাচালক ও এক নারী আহত হন। সব ঘটনা ঘটে সন্ধ্যার পরে। সব হামলায় মাহাদী হাসানের সরাসরি সম্পৃক্ততা পায় পুলিশ। এ ছাড়া ২০২০ সালে কুমিল্লায় এবং ২০২১ সালে নারায়ণগঞ্জে পুলিশ বক্সে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিলেন তিনি।
সিটিটিসি কর্মকর্তারা বলছেন, মাহাদী হাসান এক সময় বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের নেতা ছিলেন। এরপর জঙ্গিবাদের দীক্ষা নিয়ে নব্য জেএমবিতে যোগ দেন। পরবর্তীকালে নিউ জেএমবির আমির বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। মাহাদী হাসান জন তার সাংগঠনিক নাম। অনলাইনে পরিচিত কোডন্যাম কুনিয়া হিসেবে। আর পারিবারিক নাম মোহাম্মদ কামরুল হাসান। তার গ্রামের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। তার বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় ৫টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জে জঙ্গি হামলার অন্যতম আসামিও তিনি। নিউ জেএমবিতে তিনি আবু আব্বাস আল বাঙালী নামেও পরিচিত। ২০২০ সালের সেপ্টেম্বরে নিউ জেএমবির আমির নির্বাচিত হন এই জঙ্গি নেতা।
জানা গেছে, জঙ্গিবাদে জড়িত থাকা অবস্থায় মাহাদী হাসান শ্রমিক ভিসায় ২০১৬ সালে সৌদি আরবে যান। সেখান থেকে অবৈধভাবে প্রবেশ করেন তুরস্কে। সেখান থেকে আইএস নেতা আবু আইয়ুব আস সামির সঙ্গে তার যোগাযোগ হয়। পরবর্তীকালে সিরিয়ার নাগরিক উম্মে আবদুল্লাহকে বিয়ে করেন। এই উম্মে আবদুল্লাহর স্বামী ছিলেন আইএস নেতা ইয়াজউদ্দিন। সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে ইয়াজউদ্দিন মারা যাওয়ার পর উম্মে আবদুল্লাহকে বিয়ে করেন মাহাদী হাসান জন। তুরস্কের রাজধানী আঙ্কারা ও ইস্তানবুল শহরে বসেই বাংলাদেশে জঙ্গিবাদ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন এই জঙ্গি নেতা। ঢাকা থেকে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের সদস্যরা তার গতিবিধি প্রযুক্তির মাধ্যমে নজরে রাখছিলেন। পরবর্তীকালে সিটিটিসি বিষয়টি তুরস্কের আইন প্রয়োগকারী সংস্থাকে জানায়। এরপর দেশটির আইন প্রয়োগকারী সংস্থা মাহাদী হাসান জনকে গ্রেপ্তার করে সিটিটিসিকে অবহিত করে। তাকে ধরতে বেশ কয়েকটি দেশের প্রভাবশালী গোয়েন্দারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন।
সিটিটিসি সূত্রে জানা গেছে- ইমো, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে তরুণ সমাজকে জঙ্গিবাদের দীক্ষা দিয়ে নিউ জেএমবিতে ভেড়াতেন মাহাদী হাসান। এই জঙ্গি নেতার কয়েকজন সহযোগী সৌদি আরব, তুরস্ক এবং সিঙ্গাপুরে থেকে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম চালান। ঢাকায় যে কোনো হামলার আগে হিযরত, বাসা ভাড়া থেকে শুরু করে জঙ্গি হামলা পরিচালনায় অর্থায়ন করে আসছিলেন মাহাদী হাসান জন। সম্প্রতি মাহাদী হাসান বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ছক কষছিলেন। তার আগেই গ্রেপ্তার হয়ে বর্তমানে তুরস্কের কারাগারে রয়েছেন তিনি।
জানা গেছে, তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাহাদী হাসান জন ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে বেশ কিছু চাঞ্চল্যকর জঙ্গি হামলায় পেছনের কুশীলব হিসেবে কাজ করেছেন। সিটিটিসির জঙ্গিবাদবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে তামিম চৌধুরী নিহত হওয়ার পরই মাহাদী হাসান জন দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান।
- শিশুর রোগ ডাউন সিনড্রম, কাদের ঝুঁকি বেশি?
- ব্যাংকগুলোকে বিনিয়োগে আনতে কঠোর হচ্ছে বিএসইসি
- বাজার সামলাতে সাত সুপারিশ
- নিরাপত্তাকর্মী ও গৃহকর্মী নিতে চায় মালয়েশিয়া
- ঠোঁটে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী রাখবেন যেভাবে
- আরাভের অজানা গল্পে যেন সবই অপরাধ
- চিত্রকর্ম সহজবোধ্য করাই শিল্পীর সার্থকতা: সংস্কৃতি প্রতিমন্ত্রী
- দুমকিতে ডাকাতিকালে আটক ১, আহত ৪
- আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা
- বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়: নানক
- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আজ
- ‘চোখ নাই, থাকলে পাকা ঘরটা কেমন সুন্দর দেখতাম’
- ইফতারের জন্য চিড়ার চপ
- ব্রাউজার স্লো? গতি বাড়াবেন যেভাবে
- অভিনয় ছেড়ে দেবেন অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের অভিনেতা!
- আপন জুয়েলার্সের মালিক পরিচয়ে প্রথম বিয়ে
- ‘একান্ত সময়’ কাটাতে আবাসিক হোটেলে গিয়ে ধরা ১০ প্রেমিক-প্রেমিকা
- বিশ্বে বঙ্গবন্ধু সংগ্রাম উন্নয়ন ও প্রগতির পথ নির্দেশক
- চিকিৎসকদের পদোন্নতির প্রতিবন্ধকতা দূর হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- অস্ত্র মামলায় বিএনপি নেতার ১০ বছর কারাদণ্ড
- ইমান আলীর ইচ্ছাপূরণ করছেন আবুল হাসানাত আবদুল্লাহ
- ‘ধর্মকে ইস্যু করে একটি পক্ষ ফায়দা হাসিল করতে চায়’
- বিদেশি ঋণ পরিশোধে ১০ বছর সময় চায় শ্রীলঙ্কা
- জন্মদিনের কথা বলে বনানীতে বিএনপি নেতাদের ‘গোপন মিটিং’!
- মধ্যরাতে ঢাবির এসএম হলে অভিযান, ৭ বহিরাগত আটক
- শিশুর শারীরিক, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই
- সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে
- হজযাত্রীদের জন্য তৈরি করা হয়েছে স্বাস্থ্য নির্দেশিকা
- আজ গ্রেপ্তার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প
- পটুয়াখালীতে হাঙ্গর, শাপলাপাতা ও নাংলা মাছ জব্দ
- প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি মানেই কী দুর্নীতি??
- পটুয়াখালীতে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত
- দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব
- বিচারক-মন্ত্রী-সচিবকে ঘুষ দিতে দালাল চক্রের সঙ্গে ড. ইউনূসের ঘৃণ্যতম চুক্তি
- চিকেন কাবাব
- কনের ওজন মেপে বিয়েতে সেই পরিমাণ স্বর্ণ উপহার দেয়া হলো (ভিডিও)
- অতিরিক্ত ঘাম কঠিন রোগের লক্ষণ নয় তো?
- উইকেট হাতে রেখেও শেষ ৫ ওভারে হতাশার ব্যাটিং বাংলাদেশের
- শান্তিচুক্তির অমিমাংসিত বিষয় খুব দ্রুত বাস্তায়িত হবে- সন্তু লারমা
- ওষুধ-সিরাপেও কমছে না কাশি, অ্যাডিনোভাইরাসের লক্ষণ নয় তো?
- আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত: প্রধানমন্ত্রী
- চোখে স্ট্রোক হতে পারে, চলে যেতে পারে দৃষ্টিশক্তি
- যে কারণে ইসলামি বক্তার জিহ্বা কেটে দিয়েছিল তারা
- যে ভিটামিনের অভাবে ব্যাকপেইন হতে পারে
- পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
- ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে এডিবি ভূমিকা পালন করবে: অর্থমন্ত্রী
- নিউ জেএমবির আমির তুরস্কে গ্রেপ্তার
- আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তা নেই
- মার্চে উৎপাদনে যাচ্ছে সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র
- এসকে সিনহা ও ভাইয়ের যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব-বাড়ি জব্দের আদেশ