• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলছে বিশাল কর্মযজ্ঞ, বদলে যাচ্ছে পূর্বাচল

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

পূর্বাচলে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। আধুনিক নগরায়নে প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি নিয়ে দিন-রাত কাজ করছেন হাজার হাজার মানুষ। নজরকাড়া স্থাপত্য শৈলীর মনোরম দৃশ্য সংযোজিত এই উপ-শহর হবে সর্বাধুনিক। এসব প্রকল্প বদলে দিয়েছে স্থানীয় মানুষের জীবন যাত্রা।

রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) সূত্রে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজধানীর পূর্ব প্রবেশদ্বার রুপগঞ্জ পূর্বাচল নতুন শহর প্রকল্পের মোট আয়তন ৬ হাজার একরের বেশি। পুরো প্রকল্পটি ৩০টি সেক্টরে বিভক্ত। আবাসিক প্লটের সংখ্যা ২৫ হাজার। ২০ তলা বিশিষ্ট একাধিক ভবনের থাকছে ৬০ হাজার প্লট। ২০১৫ সালের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নের কথা থাকলেও নানা জটিলতায় সময় বাড়িয়ে তা ২০২১ সাল পর্যন্ত করা হয়েছে। 

মাত্র কয়েক বছর আগের এই অচেনা জায়গাটি এখন রূপ নিয়েছে দেশের স্যাটেলাইট শহরে। নির্মিত হচ্ছে মালয়েশিয়ার পুত্রজায়া শহরের আদলে রাজউকের আধুনিক পূর্বাচল নতুন শহর।

পূর্বাচলের ১ নং সেক্টরের ৩৭ দশমিক ৪৯ একর জমির উপর ৫০ হাজারের অধিক দর্শক ধারন ক্ষমতাসম্পন্ন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখানে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সও তৈরি হবে। ১৫ নং সেক্টরের ৩১৯ একর জমির উপর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু স্কয়ার। ঐতিহাসিক স্থাপনা স্থান পাবে স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাসসহ ৭৫ এর বঙ্গবন্ধুর মৃত্যুর পর্যন্ত সময় স্মৃতি ও দালিলিক ইতিহাস।

প্রস্তাবিত আইকনিক টাওয়ার বা ১৪২ তলা বিশিষ্ট আকাশচুম্বী ভবন নির্মিত হবে পূর্বাচলের ১৯ নং সেক্টরে। ৭৩৪ মিটার বা ২৪০৮ ফুট উচ্চতার ভবন হবে পৃথিবীর অন্যতম উচ্চতর টাওয়ার। 

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত ৪ ও ৫ নং সেক্টরের সংযোগস্থলে ১১১, ৭১ ও ৫২ তলা বিশিষ্ট আইকনিক টাওয়ারের নির্মাণ করছে যৌথভাবে সিকদার গ্রুপ ও কাজিমা কর্পরেশন জাপান। 

ভাষা আন্দোলনের স্মৃতিতে ৫২ তলা ভবন, মুক্তিযুদ্ধের স্মৃতিতে ৭১ তলা ভবন ও শেখ হাসিনা লিগ্যাসি স্মরণে ৯৬ তলার মিউজিয়ামসহ ১১১ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া সিবিডিতে গড়ে উঠেবে ৪০ তলার আরো ৪৯টি ভবন। ৪ নং সেক্টরে আগামী বৈশাখে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

পূর্বাচলের দক্ষিণ পাশে নিজস্ব জমিতে সেনাবাহিনী গড়ে তুলেছে তাদের নিজস্ব আবাসস্থল। আধুনিক সব সুযোগ-সুবিধা রেখে প্রকল্পে নির্মাণ হচ্ছে তিনটি বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল। সেনাবাহিনীর দ্বিতীয় আবাসন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া উপজেলা কায়েতপাড়া অঞ্চলে গড়ে উঠেছে পুলিশ অফিসার্স আবাসন প্রকল্প।

নতুন এ শহরে আরো থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসসহ দেশের সব নামিদামি বিদ্যাপীঠ ও হাসপাতালের শাখা।