• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

দুই সিনেমায় নায়িকা হয়ে ফিরলেন সেই ছোট্ট দীঘি

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০  

মা নায়িকা দোয়েল, বাবা নায়ক থেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সুব্রত। মেয়ে অভিনয়ে নাম করবেন এটাই স্বাভাবিক। হলোও তাই। শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হয়ে দীঘি সারা দেশ মাতিয়ে দিলেন। একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। বাবা-মেয়ের সেই বিজ্ঞাপন সবাইকে আবেগে ভাসিয়েছিলো।

এরপর দীঘি বাবা-মায়ের পথ ধরে নাম লেখালেন চলচ্চিত্রে। দর্শক জয় করলেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে। নায়ক রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে ছোট্ট শিশুর রোমান্টিক গান কিংবা ডেঞ্জারম্যান ডিপজলের সঙ্গে দুষ্টু মিষ্টি দীঘি রাতারাতি তারকা বনে গেলেন। তার নাম পৌঁছে গেল সারা দেশে।

কিন্তু পড়াশোনার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। এর মাঝে বহুবার বহু গুঞ্জন ছড়িয়েছে তার অভিনয়ে ফিরে আসা নিয়ে। শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে ফিরে আসার খবরও প্রকাশ হয়েছে। কিন্তু মেয়ের হয়ে অভিনেতা সুব্রত সেসব খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। এবার আর তেমনটি করলেন না। নিজেই জানালেন আনন্দের খবর, ‘হ্যাঁ এবার সত্যি নায়িকা হিসেবে কাজ করছে দীঘি। সবার দোয়া চাই আমার মেয়ের জন্য।’

তিনি জানান, ‘ও অভিনয় করবে এতে কখনোই আমার বা ওর মায়ের আপত্তি ছিলো না। অভিনয়ে তারকাখ্যাতি জিনিসটা ভাগ্যের ব্যাপার। ওর ভাগ্যে সেটা আছে। ছোট্ট বয়সে অল্প কিছু কাজ করে ও দেশজুড়ে সবার প্রিয় হয়ে উঠেছে। আমিও চেয়েছি ও অভিনয়ে নিয়মিত থাকুক। তবে আমার ইচ্ছে ছিলো যা হয় সেটা উচ্চ মাধ্যমিকটা শেষ করার পর হোক। দীঘি গত বছর ইন্টারমিডিয়েট শেষ করেছে। এবার সে যদি নিয়মিত কাজ করতে পারলে করুক।’

সুব্রত জানান, শাপলা মিডিয়ার ব্যানারে একসঙ্গে দুটি ছবিতে নায়িকা হয়ে অভিনয়ে ফিরেছেন দীঘি। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু করে দিয়েছেন। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়ক হিসেবে দেখা যাবে শান্ত খানকে। দুটি ছবি নিয়েই বেশ আশাবাদী দীঘি।

এদিকে শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে দীঘি সফল হবে এমন প্রত্যাশা করছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তার ভাষ্য, ‘দীঘি খুবই জনপ্রিয় একটা নাম আমাদের সিনেমায়। ওর অভিনয় ছেলে-বুড়ো সবাই পছন্দ করে। আমার বিশ্বাস নায়িকা দীঘিকেও সবাই পছন্দ করবে।’

সবার কাছে দীঘি নামে পরিচিত এই অভিনেত্রীর নাম প্রার্থনা ফারদিন দীঘি। তার নায়িকা হয়ে প্রত্যাবর্তনে খুশি হয়েছেন চলচ্চিত্রের মানুষেরাও। তারা দাবি করছেন, সিনেমায় এখন নায়িকা থাকলেও জনপ্রিয় বা পরিচিত নায়িকা খুব কম। সেই খরায় দীঘি আশার ফুল হয়ে এলেন। তাকে দেখতে দর্শক হলে আসবে বলেও প্রত্যাশা করছেন সবাই।