• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

এক গাভী জন্ম দিলো তিন বাছুর

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২  

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় একটি গাভী একই সাথে তিনটি ষাঁড় বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে গাভী ও তিনটি বাছুর সুস্থ রয়েছে। এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

গরুর মালিক আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার বিকাল থেকেই গাভীটি অস্বাভাবিক আচরণ শুরু করে। ওই সময় তিনি বুঝতে পারেন ওর বাচ্চা দেওয়ার সময় হয়েছে। এ জন্য রাতে তিনি গোয়াল ঘরে অবস্থান নেন। রাত ১টার দিকে গাভীটি একটি বাচ্চা জন্ম দেয়। ওই বাচ্চাটিকে পরিষ্কার করার সময় আরও একটি বাচ্চার জন্ম হয়। পরপর দুটি বাচ্চা জন্ম দিয়ে গাভীটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি দ্বিতীয় বাচ্চাটি দেখে হতবাক হয়ে যাই। কী করবো ভেবে পাচ্ছিলাম না। কারণ ওই সময় গভীর রাত। পরিবারের সকলকে খবর দেই।

তিনি বলেন, ‘পরপর দুটি বাছুরে সবাই খুশি হলেও গাভীটির মরণাপন্ন অবস্থা দেখে কষ্ট লাগছিল। এরই মধ্যে তৃতীয় বাছুরটির জন্ম হয়। এরপর গাভীটি নড়াচড়া দিয়ে ওঠে, তিনটি বাচ্চাকেই পরিষ্কারের জন্য ব্যস্ত হয়ে পড়ে।’

পরিবারটিতে আনন্দের বন্যা বইছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকেই গ্রামবাসী এসে বাচ্চাগুলো দেখছেন। তিনটি বাছুর এবং গাভী সুস্থ রয়েছে। তারা স্বাভাবিকভাবে খাবারও খাচ্ছে। তবে মনে হচ্ছে দুধ তেমন একটা দোয়ানো যাবে না। কারণ তিনটি বাছুরের খাবারের পর যা থাকবে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।’

মান্নান গোমস্তা আরও বলেন, উপজেলার নলচিড়া এলাকার অস্ট্রেলিয়ান জাতের ষাঁড় দিয়ে গাভীর প্রজনন করানো হয়। এরপর কোনও পশু চিকিৎসকের শরণাপন্ন হননি। তবে গাভীটি অন্তঃস্বত্ত্বা হয়েছে তা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু এভাবে আল্লাহ ৩টি বাছুর দিবেন তা তিনি কোনোভাবেই বোঝেননি। এর পূর্বে আরও তিনবার বাছুর দিয়েছে গাভীটি। প্রতিবার একটি করে বাছুর দেয়। এইবার নিয়ে চতুর্থবার বাছুর দিল।

গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘তিন বাছুর দেওয়ার ঘটনাটি জেনেছি। এটা অস্বাভাবিক না হলেও এমনটা বিষয়গুলো সচরাচর হয় না। একটি গাভী দুইটি বাছুর জন্ম দিয়েছে, এমন খবরই গত এক যুগেও পাইনি। আর তিনটি বাছুর একই সঙ্গে জন্ম দেওয়া, এটা একটা বিরল ঘটনা।’