• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে

ঘুর্ণিঝড় বুলবুল : কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

 

ঘর্ণিঝড় বুলবুল কলাপাড়ায় আঘাত হানতে পারে ভারতীয় গণমাধ্যমের এমন সরাসরি খবরটি সাগরপাড়ের এ জনপদের মানুষের কাছে এখন আতঙ্কের খবরে পরিণত হয়েছে। ১০ নম্বর মহাবিপদ সঙ্কেতের মাইকিং, সাইরেন বাজানোসহ আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রশাসনিক নির্দেশে শনিবার সকাল থেকে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটতে থাকে। বিশেষ করে মসজিদের মাইকের প্রচারে মানুষ বেশি মনযোগ দিয়েছেন। তবে দুপুরে আবার এরা খেতে ছুটেছে। কোন কোন আশ্রয়কেন্দ্রে ফের মানুষ দুপুরের পরে ছুটছে আশ্রয় কেন্দ্রে। বিশেষ করে সাত কিলোমিটার বেড়িবাঁধ ভাঙ্গা লালুয়ার চারিপাড়া, চৌধুরীপাড়াসহ নয়টি গ্রামের মানুষ দিশাগ্রস্ত হয়ে ছুটেছে আশ্রয় কেন্দ্রে। একইদশা গঙ্গামতির বেড়িবাঁধের বাইরের দেড় হাজার পরিবারের সদস্যদের। কলাপাড়ার ২৪৭টি গ্রামের মানুষ রাতের জোয়ারে ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে প্রতিটি মুহুর্ত কাটছে অজানা ক্ষতির শঙ্কায়। 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া তথ্যমতে অন্তত ৮০টি আশ্রয়কেন্দ্রে ৬৬ হাজার মানুষ শনিবার সকালে আশ্রয় নেয়। তিনি সকাল থেকে রাবনাবাদ পাড়সহ গঙ্গামতির বির্স্তীর্ণ জনপদে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এসব আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাভাবিক জোয়ারে ডুবে যাওয়া লালুয়ার চারিপাড়াসহ নয়টি গ্রামের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করার কথা জানালেন সেখানকার চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস। সকাল নয়টার দিকের এক দফা জোয়ারের তান্ডবে কুয়াকাটায় দুই শতাধিক অস্থায়ী দোকানপাট ক্ষতির শিকার হয়েছে। অনেকে সরিয়ে নিয়েছেন। সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। পায়রা বন্দরের পুনর্বাসনসহ সকল উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের বাঙ্গালী এবং চীনা অন্তত সাড়ে নয় হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের ছুটি দেয়া হয়েছে। 
কলাপাড়া পৌরশহরের ব্যবসায়ী জাকির হোসেন জানান, রাতের জলোচ্ছ্বাসে ক্ষতির আগেই মালামাল সরাচ্ছেন। কৃষকরা ক্ষেতের আমন হারানোর শঙ্কায় রয়েছেন। তবে এবারের প্রশাসনের ঘুর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতিতে অনেকটা স্বস্তিও রয়েছে মানুষের মনে। 
কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমিতির অর্থ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন বিপু জানান, বেড়িবাঁধের বাইরের অন্তত তিন হাজার দোকানির অধিকাংশই দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির ১৫৮টি ইউনিটের ২৩৭০ সদস্য মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন। 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, জলোচ্ছ্বাসের শঙ্কায় বেড়িবাঁধের বাইরের প্রায় সাত হাজার পরিবারের অধিকাংশ সদস্যকে আশ্রয়কেন্দ্রে যাওয়া নিশ্চিত করা হয়েছে।