• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

"আ.স.ম ফিরোজ`র সামনে মন্ত্রীত্বের হাতছানি"

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯  

বাউফল প্রতিনিধি :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল থেকে  বিপুল ভোটে ৭ম বারের  মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাউফলবাসী আ.স.ম. ফিরোজকে আকাশের উজ্জল নক্ষত্র সপ্তর্ষী হিসেবে আখ্যায়িত করেছেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বাউফলের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন আ.স.ম. ফিরোজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিজ্ঞ এই রাজনীতিবিদকে একাদশ সংসদে কোন কেবিনেটের দায়িত্ব দিয়ে শিক্ষিত-নন্দীত জনপদ বাউফল ও বাউফলবাসীকে ধণ্য করবেন এমনই আশায় এখন তারা তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে।

অপরদিকে আ.স.ম ফিরোজ বিশ্বাস্থতার সাথে  হুইপ ও চীফ হুইপের দায়িত্ব পালন করেন। তাই এবার আ.স.ম ফিরোজের সামনে মন্ত্রীত্বের হাতছানি। 
বাংলাদেশের মধ্যে বাউফল উপজেলা একটি শিক্ষিত-নন্দিত জনপদ। এই জনপদ থেকেই আ.স.ম. ফিরোজ ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে ১ লাখ ৮৫ হাজার ৭৮৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গড় হিসেবে ৭৩.৭৬ ভাগ এবং কাস্টিং ভোটের ৯১ ভাগ ভোট তিনি পেয়েছেন। তার রাজনৈতিক প্রজ্ঞায় বাউফলের তৃণমূল স্তরে সর্বদাই দলকে রেখেছেন চাঙ্গা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং প্রতিহিংসার রাজনীতিবিরোধী এই রাজনীতিবিদকে বাউফলের সর্বস্তরের মানুষই শ্রদ্ধা করেন এবং ভালবাসেন।
৩১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এই প্রতিবেদকের সাথে এক সাক্ষাতকারে আ.স.ম. ফিরোজ বলেন, নির্বচানের প্রায় দুই মাস আগে থেকেই বাউফলের ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় রুটিন করে সর্বস্তরের মানুষের সাথে “প্রাপ্তি এবং প্রত্যাশা” শীর্ষক মতবিনিময় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। এরফলে দল চাঙ্গা হয়েছে এবং আওয়ামী লীগ বিরোধি মনোভাবাপন্ন মানুষ প্রকৃত অর্থে দেশের ভাল দিকটা বুঝতে সক্ষম হয়েছে। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকেই ওই একই থিমে দৈনিক ৩০টি করে উঠান বৈঠক করা হয়েছে। যার প্রেক্ষিতে বাউফলের সম্মানিত ভোটাররা নৌকা মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, স্বাধীনতার পূর্ব থেকেই বাউফল আওয়ামী লীগের দুর্গ। ৩০ ডিসেম্বরের নির্বাচনে আ.স.ম. ফিরোজকে এখান থেকে সপ্তম বারের মতো সংসদে পাঠানো হচ্ছে। স্বাধীনতার পরে এখানে কাউকে মন্ত্রীত্ব দেয়া হয়নি। আমরা আশা করছি, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ সংসদে আমাদের প্রতিনিধি আ.স.ম. ফিরোজকে মন্ত্রীত্ব দিয়ে বাউফলবাসীকে ধন্য করবেন।
বাউফল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রাজনীতি বিশ্লেষক, আ.সাত্তার মিয়া বলেন, আ.স.ম. ফিরোজ সপ্তমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মানেই তার রাজনৈতিক চিন্তা-চেতনা এবং দায়িত্ববোধ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করেছেন। ইতিমধ্যেই বাউফলবাসী আ.স.ম. ফিরোজকে সপ্তর্ষী উপহার দিয়েছেন। এখন বাউফলবাসীর মনের আকাংখা দলীয় নেত্রী বিবেচনা করবেন এটা আমরাও মনে করি। আশা করি, প্রধানমন্ত্রী বাউফলবাসীকে নিরাশ করবেন না।