• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

জমে উঠেছে দক্ষিণাঞ্চলের বৃহত্তম বাউফলের ‘কালাইয়া ধান হাট’

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯  

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জমে  উঠেছে দক্ষিণাঞ্চলের  অন্যতম বৃহত্তম পটুয়াখালীর জেলার  বাউফল উপজেলার ‘কালাইয়া ধান হাট’ । 
সোমবার (১৪ জানুয়ারি) সরেজমিন ঘুরে দেখায় যায়, কৃষকের কষ্টে অর্জিত ফসল ধান সেই ধান বেচা-কেনায় জমজমাট হয়ে উঠেছে ধান হাট। সারা দেশ থেকে আগত বড় বড় ধান ব্যবসায়ীদের পদচারনায় সগরম হয়ে উছে ধান বেচাকেনা। প্রন্তিক চাষীরা তাদের ধান বেচার জন্য হাটে এসেছেন এই হাটে। 
খোজ নিয়ে জানা যায়, ভোলা জেলার লালমহন, চরফ্যাসন ,তজিমুদ্দিন, চরকলমি, চর কুকরি-মুকরি, চরশিবা পটুয়াখালী জেলার দশমিনা , রাঙাবালী, গলাচিপা, চরকাজলসহ বিভিন্ন ধান চাষীরা ধান বিক্রি করতে এসেছেন এই হাটে। অন্যদিকে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে বড়-ছোট বিভিন্ন ধান ব্যবসায়ীরা এসেছেন ধান ক্রয় করতে । 
বিভিন্ন ধান বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এই অঞ্চলের বড় ধান বেচাকেনার হাট এটি। ধানের মৌসুমে বেশ সগরম থাকে এই কালাইয়া ধান হাট। 
ধানের ধর সর্ম্পকে জানাতে চাইলে তারা বলেন, ধানের দাম কিছুটা গত কয়েক সপ্তাহ থেকে কিছুটা কম। এই সপ্তাহে আমন ধান মণ প্রতি বিক্র হচ্ছে ৯’শ থেকে ১হাজার৫০টাকা দামে অপরদিকে ইরি ধান মণ প্রতি  বিক্রি হচ্ছে ৭’শ থেকে ৭’শ৫০ টাকা দামে । 
স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত পাইকারদের সাথে কথা হলে তারা বলেন, বাউফল উপজেলার ‘কালাইয়া ধান হাট’ দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম ধান হাট । এখানে দুরদুরান্ত থেকে চাষীসহ ছোট –মাঝারী ধান ব্যবসায়ীরা ধান বিক্রি করতে আসে। তাদের থেকে তারা ধান ক্রয় করে ঢাকাসহ দেশের বড়-বড় চাউল ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করে। 
ভোলা জেলার চরফ্যাসন উপজেলার চরকলমি থেকে আসা ধান ব্যবসায়ী মো: জাহাঙ্গির বলেন,‘ আমরা আমাগো এলাকার চাষীদের থেকে সপ্তাহ ব্যাপী ধান ক্রয় করি, সেই ধান প্রতি সোমবার এই হাটে  বড় পাইকারদের কাছে বিক্রি । 
স্থানীয় খোকন কুন্ড নামের এক পাইকারের সাথে কথা হলে তিনি বলেন, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ধানের দাম কিছুটা কম। কারন জানতে চাইলে তিনি বলেন, গত কয়েকদিন যাবৎ চাউলের বাজার কিছুটা অস্থিতি হওয়ার কারনে ধানের দাম কিছুটা কম। 
কালাইয়া বন্দর হাট ইজারাদার এর সাথে কথা হলে তিনি বলেন, কালাইয়া ধান হাট এই অঞ্চলের অন্যতম বৃহত্তম ধান বেচাকেনার প্রসিদ্ধ স্থান। এই হাটে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতা আসেন। আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করে থাকি যাতে তারা সুন্দর ভাবে বেচা-কিনা করতে পারে। এই  হাটে প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার বেচা-কিনা হয়। আমরা তাদের কাছ থেকে অতিরিক্ত ইজারা আদয় করি না। 
তিনি আরো বলেন, এই হাটে কোন ব্যবসায়ীদের কোন চাঁদাবাজ ও কোন ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। স্থানীয় নৌঁ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের নিরাপত্তা দিয়ে থাকেন।