• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানম সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে

ক্লুলেস অপি হত্যার চাঞ্চল্যকর প্রধান আসামী গ্রেপ্তার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২  

পটুয়াখালী প্রতিনিধিঃ অবশেষে পটুয়াখালীর চাঞ্চল্যকর কলেজ ছাত্র অপি হত্যার প্রধান অভিযুক্তকে হবিগঞ্জ থেকে  আটক করেছে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।  শনিবার দুপুরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়ত গনমাধ্যমকে নিশ্চিত করেছে র‍্যাব।

প্রেসব্রিফিংয়ে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার শহিদুল ইসলাম জানান, ডিসেম্বর মাসের ২৮ তারিখ জেলার মির্জাগঞ্জ উপজেলার রানীপুর এলাকার আরিফুর রহমান অপিকে নেশা করে ধাক্কা দিয়ে পায়রা নদীর জলে ফেলে দেয় তারই বন্ধু সোলায়মান লিমন। নেশাগ্রস্থ থাকায় অপি আর নদী থেকে তীরে উঠতে পারেনি। পরের দিন তার লাশ সদর উপজেলার ছোট বিঘাই থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।  

বিস্তারিত বিবরন তুলে ধরে র‍্যাব অধিনায়ক জানান, আরিফুর রহমান @ অপি(২২) পটুয়াখালী চরখালী বাজারে যাবে বলিয়া ঘর হতে বাহির হয়। পরবর্তীতে অপি যথাসময়ে বাড়ীতে ফিরে না আসায় ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার বাবা ডায়েরী নং-১০৪৬। ২ জানুয়ারি ২০২২ তারিখে পটুয়াখালী জেলার সদর থানাধীন ছোট বিঘাই চর আকবর আজিজ ফরাজীর বাড়ীর আনুমানিক ৫০০ মিটার পশ্চিমে পায়রা নদীতে সকাল ৭টা ৪৫ মিনিটে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল করাকালীন সময় লাশের পরিহিত প্যান্টের পকেটে থাকা মোবাইলের সেভ করা নম্বর দিয়ে অপি'র পিতাকে কল করে। তখন সে উক্ত স্থানে গিয়ে তাকে সনাক্ত করে। অপি'র লাশ পাওয়ার পর তার পিতা আলতাফ হোসেন হাওলাদার অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার ফলে বিষয়টি চাঞ্চল্যকর হয়। র‌্যাব-৮ হেডকোয়ার্টার কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধপুর থানার শাজাহানপুর ইউনিয়নের গজপুর গ্রাম হতে  ২৬/০২/২০২২ইং তারিখ রাত আড়াইটায় সোলায়মান @ লিমনকে(২২)আটক করে। সে একই এলাকা সালামের পুত্র।

র‍্যাব আরো জানায়, লিমনকে ধরার পর সে জানায় অপি'র সাথে অনেক দিনের বন্ধুত্ব ছিল। কোন প্রকার শত্রুতা ছিল না। তারা ৩ বছর ধরে একত্রে মাদক সেবন করত। ঘটনার দিন ২৮ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে অপি, লিমন'র বাসায় যায়। এসময় খাবার খাওয়ার কথা বললে লিমনের মা তাকে ভাত খেতে দেয়। এসময় লিমন ঘুমে ছিল, তাকে ঘুম থেকে ডেকে উঠানো হয়। কিছুক্ষন পর অপি'র বোন তাকে ফোন করে বলে যে তার ভাইয়াকে যেন একা না ছাড়ে। তখন লিমন জানায় তারা ঘুরতে যাচ্ছে। এরপর সাব্বিরসহ তিনজনে বেড়িবাঁধে বসে ছবি তুলে। অপি তার কাছে থাকা গামের ডিব্বা বের করে। বেড়িবাঁধে লোকজন থাকায় সন্ধায় নদীর একদম কাছাকাছি বসে গামের ডিব্বা বের করে লিমন ও অপি নেশা করতে থাকে। দ্বিতীয় ধাপে নেশা করে একপর্যায়ে ফাজলামি করে লিমন অপিকে ধাক্কা মারে এবং অপ নদীতে পড়ে যায়।  লিমন নেশাগ্রস্ত থাকার কারণে তুলার কোন চেষ্টা করে নাই। নদীর পাড় খারা থাকার কারণে মোঃ সাব্বির একা অপিকে তোলার চেষ্টা করেও তাকে তুলতে না পারায় নদীতে তখন ভাটা ছিল বিধায় নদীতে টেনে নিয়ে যায়। পরবর্তীতে এ বিষয়টি কাউকে না জানিয়ে তার গোপন রাখে।