• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি ‘সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে’ ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের সুস্বাস্থ্য অপরিহার্য পূর্বশর্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে র‌্যাব: প্রধানমন্ত্রী মৈত্রী পাইপলাইন জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রস পার্টি সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশীয় সংস্কৃতির উপাদান দেশবিদেশে ছড়িয়ে দিতে রাষ্ট্রপতির আহ্বান শিশুদের মানবিক গুণাবলিসম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে: প্রধানমন্ত্রী জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টি গর্হিত কাজ: প্রধানমন্ত্রী বিচারের ভার আল্লাহ মানুষকে দেননি: প্রধানমন্ত্রী ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে জঙ্গি-সন্ত্রাসীরা: প্রধানমন্ত্রী রোজায় কালোবাজারিদের বিষয়ে সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী বিনামূল্যে ইনসুলিন দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পটুয়াখালীর শুটকী রপ্তানিতে বেড়ছে চাহিদা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ  প্রতি বছরই বাড়ছে রপ্তানি চাহিদা। বাড়ছে বিনিয়োগ। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের। স্থানীয় ক্রেতা পর্যায়েও তৈরি হয়েছে বারো মাসের চাহিদা। শুটকী শিল্পকে নির্ভর করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ফিড কারখানা। কিন্তু স্থায়ী পল্লী না থাকায় এখনো মৌসুম নির্ভর হয়ে আছে পটুয়াখালীর সম্ভাবনাময় শুটকি শিল্প। এ খাতের প্রবৃদ্ধির জন্য স্থায়ীপল্লীসহ ব্যাংক ঋন প্রাপ্তির দাবী ব্যবসায়ীদের।

বঙ্গোপসাগরের বিশাল মৎস্য সম্পদকে নির্ভর করে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতসহ খাপরাভাঙ্গা, আন্ধারমানিক, রাবনাবাদ, বুড়া গৌড়াঙ্গ, অঅন্ধারমানিক নদী তীরে গড়ে ওঠেছে অন্তত: ২ শতাধিক অস্থায়ী শুটকিপল্লী।

বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুর নিরন্তর শ্রমে প্রতিদিন সকাল থেকে এসব পল্লীতে শুরু হয় শুটকি প্রক্রিয়াজাতকরন। রূপচাঁদা, লইট্যা, পোয়া, সোনাপাতা, ফাইস্যা, মধু ফাইস্যা, শাপলা পাতা, চাপিলা, চিংড়ি, ছুড়ি, ভোল ও কোড়ালসহ প্রায় ৫০ প্রজাতির কাঁচা মাছ সংগ্রহ করে বাঁশের মাচাঁয় রোদে শুকিয়ে শুটকি তৈরী হচ্ছে এসব পল্লীতে। কীটনাশকের ব্যবহার ছাড়াই প্রক্রিয়াজাত করায় পটুয়াখালীর শুটকরী রয়েছে আলাদা সুনাম।

জেলার মৎস্য অফিস জানায়, ২০২২ সালে প্রায় ৯ হাজার মেট্রিক টন শুটকী স্থানীয় বাজারসহ বিদেশে রপ্তানী হয়েছে। চলতি বছর ১৫ হাজার মেট্রিক টন শুটকী বাজারজাতের সম্ভাবনা রয়েছে। 

শুটকী শিল্পকে নির্ভর করে এ অঞ্চলে তৈরি হয়েছে অর্ধলক্ষাধিক নারী ও পুরুষ শ্রমিকের কর্মসংস্থানের। মৌসুম শেষ হয়ে গেলে বেকার হয়ে এসব শ্রমিকরা। পেশার নির্ভরতার জন্য স্থায়ীপল্লীর দাবী তাদের। শ্রমিক নাজমা বেগম (৪৫) জানান, স্বামীর মৃত্যুর পর চার সন্তান নিয়ে বেশ কস্টে কাটছিল দিন। এখানে কাজ করে যা আয় হচ্ছে তাতে এখন কিছুটা হলেও ভাল হচ্ছেন। হতাশা নিয়ে বলেন, যখন শুটকীর সিজন শেষ হয়ে যায়, তখন অনিশ্চয়তায় বুকটা ভড়ে যায়। অপর শ্রমিক মাজেদা বেগম (৩২) জানান, দিনমজুর স্বামীর একার শ্রমে সংসার টানপোড়নে চলছিল। শুটকী পল্লীতে কাজ করে দৈনিক সাড়ে তিন’শ থেকে ৪শ’ টাকা আয় হচ্ছে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকতা অপু সাহা জানান, আধুনিক একটি স্থায়ী শুটকী পল্লী নির্মানে উদ্যোগ গ্রহন করা হয়েছে।