• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

বেড়িবাঁধ ভেঙ্গে পটুয়াখালীর মির্জাগঞ্জের চার গ্রাম প্লাবিত

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৫ মে ২০১৯  

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় চারটি গ্রামের মানুষ পানিবন্ধি অবস্থায় বসবাস করছে। ঘূর্ণিঝড় ফণির প্রভাবে এসব ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে দূর্ভোগ বাড়িয়েছে কয়েকগুন। ভাঙ্গা বেড়িবাঁধ পূর্ননির্মাণের দাবি ভুক্তভোগীদের।
পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চারটি গ্রামের মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় ফণির প্রভাবে শুক্রবার দুই দফায় ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করার পর, শনিবারও পানি ঢুকে মির্জাগজ্ঞ উপজেলার মেন্দিরাবাদ, চরখালি, হাজীখালি এবং রানীপুরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার তিন শতাধিক পরিবারকে পানি বন্ধী অবস্থায় বসবাস করতে হচ্ছে। এলাকাগুলো প্লাবিত হওয়ার পাশপাশি নদী ভাঙ্গনের কারণে অনেকেই এখন বাধ্য হয়ে গবাদী পশু নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। যারা বাড়িতে থাকছেন তাদের রান্না-বান্নাও হচ্ছে জোয়ার ভাটার হিসেব করে। 
বর্ষা মওসুমের আগে বেড়িবাঁধ পূর্ননির্মাণ না করলে এ বছর আউশ এবং আমন আবাদ ব্যাহত হবে বলেও জানান স্থানীয়রা।  
এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, নতুন করে বেড়িবাঁধ নির্মাণের জন্য কয়েক দফা এলাকা পরিদর্শন করলেও, স্থানীয়রা জমি দিতে অস্বীকৃতি জানানোর কারনে বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। তবে এ বছর নতুন করে বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। 
এদিকে, ঘূর্ণিঝড় ফণি আঘাত হানার পর থেকে উপকূলের ক্ষতিগ্রস্থ বাঁধগুলো সংস্কার এবং পূর্ননির্মাণে বিশেষ গুরুত্ব দিয়ে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা।