• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বিশ্ব বাণিজ্যের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয়

শেষ সময়ের প্রস্তুতি চলছে গলাচিপার ২৯টি পূজা মন্ডপে

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ সময়ের প্রস্তুতিতে চলছে ২৯টি পূজা মন্ডপে। সকল মন্দিরগুলোতে প্রতিমার গায়ে উঠেছে রং। মন্দির প্রাঙ্গণে ডেকরেটরের লোকজন পুরোদমে চালাচ্ছে বিভিন্ন রংয়ের আলোকসজ্জার কাজ।
আয়োজকদের সূত্রে জানা যায়, গলাচিপা পৌরশহরের ৪টি এবং উপজেলার ১২টি ইউনিয়নে ২৫ টি মন্ডপে পূজা উদযাপিত হবে। এ বছর আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মন্দির কমিটির সাথে যোগাযোগ অব্যাহত রাখছে।
২০ অক্টোরবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে টানা পাঁচদিন চলবে এ পূজা। বিভিন্ন মন্দিরে ৩/৪ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ঢাকের বাদ্যে মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা। দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারও ‘মা দুর্গা’ এসেছেন।

এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি পূজা মন্ডপে থাকবে পুলিশের নজরদারিসহ সিসি ক্যামেরা। প্রতিমা তৈরির কারিগর প্রশান্ত সাহা জানান, প্রতিমার গায়ে রংয়ের কাজ শুরু করেছি। আশা করছি ঠিক সময় শেষ করতে পারবো। পৌর শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সভাপতি দিলীপ বণিক বলেন, পূজার প্রস্তুতি প্রায়ই শেষের পথে। জাঁকজমকপূর্ণ পরিবেশে এবারও শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় জানান, ইতোমেধ্যে জেলা প্রশাসন ও পূজা কমিটির সভা হয়েছে। এছাড়া বেশিরভাগ মন্ডপের দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়।

এ বিষয়ে গলাচিপা থানার অুফসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ জানান, প্রতিটা মন্ডপে পূজা চলাকালীন সময় আনসার সদস্য ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের টহল টিম মাঠে কাজ করবে। এছাড়া প্রতিটি মন্ডপই সিসি ক্যামেরার আওতায় থাকবে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দুর্গাপূজা শেষ হবে।  

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।