• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী

রাঙ্গাবালীতে আ.লীগ অফিসে হামলার ঘটনায় বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার চার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।সোমবার দুপুরে  সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন আবু বাদী হয়ে রাঙ্গাবালী থানায় এ মামলা দায়ের করেন। এঘটনায় সন্দেহভাজন চার বিএনপি নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ছোটবাইশদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সঞ্জয় সাহা, ছোটবাইশদিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বিল্লাল মাতব্বর, ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মজিবুর আকন, চরমোন্তাজ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য  মতিউর রহমান।

মামলা সূত্রে জানাগেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলঘাট বাজারে অবস্থিত সদর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রস্তুতি সভা চলছিল। এরমধ্যে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ৫০-৬০ জন সন্ত্রাসী এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বিকট শব্দের আওয়াজে আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়রা দ্বিকবিদিক ছুটাছুটি করে। এরমধ্যেই  অফিসের চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়।  পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় তিনটি বিস্ফোরিত ককটেলের নমুনা ও দুই অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এব্যাপারে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন জানান, বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এসে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেলের শব্দের ছোটাছুটি করলে অফিসের মধ্যে ঢুকে আসবাবপত্র এবং চেয়ার টেবিল  ভাঙচুর করে।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী জানান, পুলিশি অভিযানের কারণে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছাড়া।  এরকম ঘটনা বিএনপি কিভাবে ঘটাবে। আওয়ামী লীগ নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেয়ার জন্য এই নাটক সাজানো হয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, ককটেল বিস্ফোরণ ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটনায় আওয়ামী নেতা বাদী হয়ে থানায় মামলা করেছে। ইতোমধ্যে চারজনকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।