• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে

পটুয়াখালী-৩ আসনে নৌকার পথসভায় জনতার ঢল

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

পটুয়াখালী-৩ আসনের গলাচিপা উপজেলায় নৌকার পথসভায় হাজারও জনতার ঢল নেমেছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমখোলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ পথসভায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী এস এম শাহজাদার সমর্থনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার হাজারও নারী-পুরুষের ঢল নামে।

এ সময় নৌকা মার্কার স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পথসভা। বিভিন্ন এলাকা থেকে মিছিল ও ঢাক-ঢোল পিটিয়ে পথ সভায় যোগ দেন কর্মী সমর্থকরা।

আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শাহ্, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. শাহ আলম, আমখোলা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাদা বলেন, ‘নৌকা শান্তির প্রতীক, উন্নয়নের ও আদর্শের প্রতীক। নৌকা বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা। আমরা যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। সেই আদর্শ হলো বঙ্গবন্ধুর নৌকা। ‘নৌকার’ বাইরে আওয়ামী লীগের আর কোনো মার্কা নেই।’

তিনি আরও বলেন, ‘আমি গত ৫ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের বিপদে-আপদে পাশে ছিলাম বিধায় দল আমাকে আবারও আপনাদের খেদমতের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য ভোটারদের প্রতি অনুরোধ রইল।’

প্রসঙ্গত, গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী-৩ আসন গঠিত। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এ আসনটিতে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নৌকা ছাড়া অন্য কোনো প্রতীক জয়লাভ করতে পারেনি।