• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

৯১’র ঘূর্ণিঝড়ে ব্যর্থতায় কেড়ে নিয়েছিল দেড় লাখ মানুষের প্রাণ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ মে ২০২০  


গত দুইদিনে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেলো প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পান। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দক্ষতায় এতে দেশের মানুষের জান-মালের তেমন কোনও ক্ষতি হয়নি। প্রাকৃতিক দুর্যোগে মানুষের হাত থাকে না। কিন্তু একটি দেশের সরকারের দেশপ্রেম ও দায়িত্ববোধ থাকলে এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। আর সরকার যদি হয় দায়িত্বহীন তবে মানুষকে তার জন্য দিতে হয় চরম মূল্য।

যেমন করে ১৯৯১ সালে তৎকালীন বিএনপি সরকারের ব্যর্থতায় এক ঘূর্ণিঝড়ে বাংলাদেশের দেড় লক্ষাধিক মানুষকে প্রাণ হারাতে হয়েছিল। সে সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরেনি।’দেড় লক্ষাধিক মানুষের মৃত্যুর পর সংসদে দাঁড়িয়ে এই ছিল বক্তব্য। নিজের সাজসজ্জা ঠিক রাখতে সেই ঘূর্ণিঝড়ের পরদিনও সাতবার শাড়ি বদল করেছিলেন বিএনপির এই নেত্রী।

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় আগাম কোন ঘোষণা বা প্রস্তুতি না থাকার কারণেই এই লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। মানুষের পাশাপাশি গবাদি পশু, জমির ফসল সব পানিতে ভেসে গিয়েছিল। তখনও আওয়ামী লীগের পক্ষ থেকে টিম নিয়ে দুর্গত এলাকায় গিয়েছিল। মানুষের দাফনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছিল।

এবারও দুর্যোগ ব্যবস্থাপনায় একই দক্ষতা দেখিয়েছে আওয়ামী লীগ সরকার। আম্পান শুরু হওয়ার আগে থেকেই ব্যাপক প্রস্তুতি থাকায় মানুষের জান-মালের তেমন ক্ষতি হয়নি। অথচ সেই বিএনপি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে!

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ইতিহাস ঘাঁটলে দেখা যায়, বিএনপি সরকারের অব্যবস্থাপনার চরম মাশুল সেদিন গুণতে হয়েছিল দেশের সশস্ত্র বাহিনীকেও। ঘূর্ণিঝড়ে যে কেবল মানুষের প্রাণহানি ও বাড়িঘর ধ্বংস হয়েছিল তা নয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বিভিন্ন অবকাঠামো এবং যন্ত্রপাতির। এরমধ্যে ছিল চট্টগ্রাম বন্দর, বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ। ঘূর্ণিঝড়ের আঘাতে পতেঙ্গায় বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধবিমান নষ্ট হয়ে গিয়েছিল।

সাবেক এক নৌবাহিনী কর্মকর্তা জানান, সেদিন রাশিয়া থেকে সদ্য আমদানিকৃত চারটি বাক্স ভর্তি হেলিকপ্টার জলোচ্ছ্বাসের পানিতে ভেসে রাস্তার উপর চলে আসে। এ হেলিকপ্টারগুলো ৫০০ গজ দুরে তালাবদ্ধ অবস্থায় হ্যাঙ্গারে ছিল। পানি ও বাতাসের চাপে হ্যাঙ্গার ভেঙে গিয়েছিল। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিমান বাহিনীর ক্ষতি প্রচুর ছিল। বিমানবাহিনীর ৩০-৩৫টার মতো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ দুই বাহিনীর শতশত কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়। এসবই সরকারের অবহেলার কারণে হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

ঘূর্ণিঝড়ের অনেক আগে থেকেই আন্তর্জাতিক আবহাওয়া কেন্দ্রগুলো সতর্কতা দিচ্ছিল বাংলাদেশকে। তখন থেকে এর জন্য কোনও প্রস্তুতি নেয়নি খালেদা জিয়া সরকার।

ঘূর্ণিঝড়টি এক লাখ চল্লিশ হাজার মানুষের প্রাণ নিয়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে যায় চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ উপকূলজুড়ে। প্রায় এক কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। এসব আশ্রয়হীন মানুষের জন্যও কোনও ব্যবস্থা নিতে পারেনি তৎকালীন সরকার। বলা হয়ে থাকে, এ কারণেই ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছিল।