• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাদ নান্নু-বাশার, কেমন হলো নতুন নির্বাচক প্যানেল?

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪  

মিনহাজুল আবেদিন নান্নু জাতীয় দলের প্রধান নির্বাচক হন ২০১৬ সালে। ফারুক আহমেদ দায়িত্ব ছাড়ার পর এই পদ পান তিনি। নান্নুর ওপর বেশ আস্থা ছিল বোর্ডের। ফলে বারকয়েক তার মেয়াদও বেড়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এবারের মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন নান্নু। কেননা এর আগে এভাবে দায়িত্ব পালনের পর নতুন করে চুক্তি হওয়ার ঘটনা আছে।

কিন্তু এবার আর তেমন হলো না। প্রায় আট বছর পর প্রধান নির্বাচকের পদ হারালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

নান্নুর মেয়াদে জাতীয় দলের অনেক সাফল্য আছে। তবে দীর্ঘদিন প্রধান নির্বাচকের পদে একই ব্যক্তি থাকায় সমালোচনাও কম ছিল না। অবশেষে নান্নু অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

নান্নুর সঙ্গে জাতীয় দলের নির্বাচক প্যানেলে ছিলেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। পরে এই দুজনের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

সেই নির্বাচক প্যানেল ভেঙে গেছে। নান্নুকে সরিয়ে প্রধান নির্বাচক হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর নাম। বাদ পড়েছেন হাবিবুল বাশারও।

তবে টিকে গেছেন সবশেষ নির্বাচক প্যানেলে শেষদিকে যোগ দেওয়া রাজ্জাক। তাদের সঙ্গে এবার নতুন নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ওপেনার হান্নান সরকার। ফলে এখন তিন সদস্যের নির্বাচক কমিটিতে আছেন-গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।

লিপু এর আগে ক্রিকেট অপারেশন্সে কাজ করেছেন। হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন।