• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ২১৪

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে শুরুটা ভালো করেছে টাইগ্রেসরা। যদিও স্বাগতিকদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অজিরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

দুই দেশের মধ্যকার প্রথম ওয়ানডেতে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে শুরুতেই সাফল্য পায় স্বাগতিকরা। নিজের করা প্রথম বলেই ফোবে লিচফিল্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন।

সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ২ রানে সাজঘরে ফেরেন এলিস পেরি। একপ্রান্ত আগলে রানের খাতা সচল রেখেছিলেন অধিনায়ক আলিসা হিলি। তাকে ফেরান মারুফা আক্তার মনি। ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পিছে ক্যাচ দেন এ ওপেনার।

তাহলিয়া ম্যাকগ্রা ক্রিজে টিকে থাকার চেষ্টা করেও পারেননি। ফিরেছেন ৯ রানে। পঞ্চম উইকেটে ৩০ রান যোগ করেন বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার। তবে মুনিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন ফাহিমা। ২৫ রান করেন এ ব্যাটার।

একপ্রান্তে সতীর্থদের যাওয়া আসার মাঝে দারুণ এক ইনিংস উপহার দেন অ্যানাবেল সাদারল্যান্ড। ৭৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন অ্যানাবেল। এর আগে গার্ডনার খেলেন ৩২ রানের ইনিংস।

শেষদিকে আলানা কিংয়ের ৩১ বলে অপরাজিত ৪৬ রানের ঝড়ে বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। টাইগ্রেসদের হয়ে সুলতানা ও নাহিদা দুটি এবং মারুফা, ফাহিমা ও স্বর্ণা একটি করে উইকেট শিকার করেন।