• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

ডমিঙ্গো-সাকিবকে নিয়ে বিসিবির বৈঠকে যা হলো

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

প্রায় দেড় মাসের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ায় শ্রীলঙ্কা সফরেও ছিলেন না তিনি। কন্ডিশনিং ক্যাম্প আরও পাঁচ দিন আগে শুরু হলেও সাকিব ছুটিতে থাকায় যোগ দিতে পারেননি। আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্পে যোগ দেওয়ার পরই নতুন কোচসহ সাকিবকে নিয়ে বৈঠকে বসে বিসিবি।

বিসিবির কার্যালয়ে বৈঠকে ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

ডমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট ২১ আগস্ট থেকে কাজ করছেন শিষ্যদের নিয়ে। তার সঙ্গে সাকিবের প্রথম সাক্ষাৎ আজ। এ ছাড়া নির্বাচক হাবিবুল বাশার দেশের বাইরে থাকায় আগে আলাপ হয়নি কোচদের সঙ্গে। আজই প্রথম সাক্ষাৎ হলো তাদের।

বৈঠকে মূলত দেশের ক্রিকেটকে কীভাবে আরও উন্নত করা যায়, এটা নিয়েই আলোচনা হয়েছে। নির্বাচক, কোচ ও অধিনায়ককে সঙ্গে নিয়ে বৈঠকে বসার কারণ বলেতে গিয়ে আকরাম খান বলেন, 'বিশ্বকাপের পর আমাদের দলে অনেক পরিবর্তন হয়েছে। তাই অধিনায়ক, কোচের সঙ্গে আমরা সিলেক্টরদের নিয়ে বৈঠক করেছি।'

কোচ-অধিনায়ককে সঙ্গে নিয়ে এই প্রথম বৈঠক, কী আলোচনা হয়-এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন,  'একটা বিষয় আমাদের আলোচনা হয়েছে, হাউ টু ইম্প্রুভ আওয়ার ক্রিকেট। আমি তাদের কতটা হেল্প করতে পারব, সবকিছু মিলিয়ে এই ধরনের আলাপ-আলোচনা হয়েছে।'

ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তা আরও বলেন, 'কিছু জিনিস আছে গুরুত্বপূর্ণ এগুলো দেশে থাকলে অনুভব করি না। কিন্তু বাইরে গেলে আমাদের ঠিকই মনে হয় এগুলো খুব দরকার। আমরা যে পরিকল্পনা করেছি দেশে-বিদেশে স্ট্যান্ডার্ডটা একই হতে হবে। আমরা হোমে যেরকম ভালো খেলি বাইরেও যাতে সেরকম খেলতে পারি। '

দেশের বাইরে টাইগারদের যে মুখোমুখি বেশি হতে হয়, সেটা হলো কন্ডিশন ও পিচ। কন্ডিশন মানিয়ে নেওয়া সম্ভব হলেও পিচের কারণে ব্যাটিং ব্যর্থতায় ভোগে বাংলাদেশ। দেশেও টাইগারদের জন্য সেরকম পেস সহায়ক বানানো হবে কি না, এমন প্রশ্নে আকরাম খান জানান, বাইরের মতো মান বজায় রাখার চেষ্টা করা হবে।

আকরাম বলেন, 'বাইরের দেশের উইকেটের মতো মান বজায় রাখার চেষ্টা করা হবে। ট্রু উইকেট করা হবে। তবে দেশে তো আমাদের অ্যাডভান্টেজেই উইকেট তৈরি হবে, তবে যাতে বাইরের দেশের উইকেটের মতো মান বজায় থাকে সেই চেষ্টা থাকবে।'