• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ফাইনালে বাংলাদেশ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

ত্রয়োদশ এসএ গেমসে ছেলেদের ক্রিকেটে জয়রথ অব্যাহত আছেই। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৪৪ রানে হারিয়েছে সৌম্য-শান্তরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করলো টাইগার যুবারা। 

টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় নেপাল। আগের ম্যাচে সৌম্য-নাঈম দুজনেই অপরাজিত থাকলেও এদিন তারা ফেরেন দ্রুতই। দুজনই করেন ৬ রান। সাইফ হাসান ফেরেন কোনো রান না করেই। ১৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের কপালে তখন চিন্তার ভাঁজ। 

এ অবস্থায় দলের হাল ধরেন শান্ত। ইয়াসির আলীর সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তিনি। তবে মূলত শান্ত-আফিফের জুটিতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ। ৯৪ রানের জুটি গড়ে আফিফ বিদায় নিলেও শেষ পর্যন্ত খেলেন শান্ত। ৬০ বল খেলে তিনি অপরাজিত ছিলেন ৭৫ রানে।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান। নেপালের পরেশ খড়কা ৩টি ও আইরি ২টি উইকেট নেন। 

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের মতোই বিপর্যয়ে পড়ে নেপাল। মাত্র ১৪ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক গণেশ মাল্লা দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করলেও বাকি কেউই তেমন ভূমিকা রাখতে পারেনি। 

টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১১১ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ হয়ে যায়। বাংলাদেশ জয় পায় ৪৪ রানে। গণেশ করেন সর্বোচ্চ ৪৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে আইরির ব্যাট থেকে। 

বাংলাদেশের হয়ে সুমন খান, তানভীর ইসলাম, সৌম্য সরকার ও মাহেদী হাসান প্রত্যেকেই দুটি করে উইকেট লাভ করেন। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৫৫/৬ (২০ ওভার)

শান্ত ৭৫*, আফিফ ৫২

খাড়কা ১৫/৩, আইরি ৩১/২

নেপাল: ১১১/৯ (২০ ওভার)

গণেশ ৪৩, আইরি ১৬

তানভীর ২০/২, সৌম্য ২০/২

ফলাফল: বাংলাদেশ ৪৪ রানে জয়ী