• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

আজ ঢাকা-কলকাতা রুটে পর্যটকবাহী লঞ্চ চলাচল শুরু

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

ঢাকা থেকে কলকাতা বাণিজ্যিকভাবে পর্যটকবাহী নৌযান চালু করছে কার্নিভাল ক্রুজ লাইন্স নামের একটি কোম্পানি। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের পাগলায় ভিআইপি ঘাট মেরি অ্যান্ডারসন থেকে এমভি রাজারহাট-সি নামে নৌযানটি কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ট্রিপে এ লঞ্চে ৫০ জন পর্যটকসহ যাত্রী থাকবে প্রায় ১০০ জন।

এমকে শিপিং লাইন্স করপোরেশন সূত্রে জানা যায়, এমভি রাজারহাট-সি জাহাজটির ধারণক্ষমতা ৩০০ থেকে ৩৫০ জনের। এটি সুন্দরবনের আংটিহারায় ভারত-বাংলাদেশ নৌ চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন করে ১ ডিসেম্বর সকালে কলকাতার বাবুঘাট পুলিশ জেটিতে পৌঁছাবে। সেখান থেকে ৪ ডিসেম্বর সকাল ১০টায় ফিরতি যাত্রায় নৌযানটি বাংলাদশের উদ্দেশে যাত্রা করবে।

কার্নিভাল ক্রুজ লাইন্সের পরিচালক ইমরান খান রাসেল বলেন, প্রাথমিক অবস্থায় আমাদের নৌযানটি মাসে দুটি ট্রিপে যাত্রী নিয়ে কলকাতায় যাবে এবং ঢাকায় ফিরবে। প্রথম দিকে সময় কম-বেশি পরিবর্তন হতে পারে। বুধবার প্রায় ৫০ জন যাত্রী থাকবে। কিছু বিআইডব্লিউটিএ কর্মকর্তা আমাদের সঙ্গে যাবেন। যেহুতু প্রথম যাত্রা, তাই নিরাপত্তা ও অফিশিয়াল কিছু কাজ রয়েছে। তারা বিভিন্ন বিষয়ে তদারক করবেন। কিছু দিক নির্দেশনা দেবেন।

তিনি বলেন, সর্বনিম্ন ৬ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়ার ক্যাটাগরি রয়েছে। যারা এখান থেকে যাবে তারা চাইলে দুইদিন নৌযানেই থাকার সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে যারা পরিবার নিয়ে ভ্রমণ করবেন তাদের সঙ্গে থাকা ১০ বছরের কম বয়সী দুই বাচ্চার বিনা টিকিটে ভ্রমণের সুযোগ থাকবে।

নৌযানটিতে ঢাকা থেকে কলকাতার সিঙ্গেল স্লিপারের ভাড়া ৬ হাজার টাকা, ডাবল স্লিপার ১০ হাজার ২০০ টাকা, সিঙ্গেল কেবিন ১২ হাজার টাকা, ডাবল কেবিন ২০ হাজার ৪০০ টাকা, ফ্যামিলি কেবিন ২৫ হাজার ২০০ টাকা, ভিআইপি কেবিন ৩০ হাজার টাকা ও প্রিমিয়াম ভিআইপি কেবিন ৫০ হাজার ৪০০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।