• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অখ্যাত মায়োর্কার মাঠে রিয়ালের প্রথম হার

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

ছয় মৌসুম পর এবার স্পেনের শীর্ষে লিগে ফিরেছে মায়োর্কা। নিজেদের মাঠে গতকাল রাতে স্প্যানিশ লা লিগার অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় তারা। অখ্যাত এ ক্লাবটির বিপক্ষে চলতি মৌসুমে লিগে নিজেদের প্রথম হারের স্বাদ পায় রিয়াল।

আইবেরোস্টার এস্তাদিওতে রিয়ালকে স্বাগত জানায় মায়োর্কা। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এক গোল দিয়ে রিয়াল ভক্তদের চমকে দেয় তারা। শেষপর্যন্ত আর গোল শোধ করতে না পারায় ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের।

মায়োর্কার বিপক্ষে গ্যারেথ বেল ও ইডেন হ্যাজার্ডসহ দলের নিয়মিত একাদশের অনেক তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। মাঠের পারফরম্যান্সেও সে অভাব দেখা গেছে। দ্বিতীয় মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় রিয়াল মাদ্রিদ। তবে ইসকোর দুর্বল শট ফিরিয়ে দিতে কোনো সমস্যা হয়নি মায়োর্কা গোলকিপারের।

ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতি আক্রমণে আলেইশ ফেবাসের কাছ থেকে বল পেয়ে কাট করে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে বুলেট গতির আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লাগো জুনিয়র। এরপর এলোমেলো ফুটবল খেলা রিয়ালের প্রথমার্ধে আর সমতায় ফেরা সম্ভব হয়নি।

বিরতির পর ম্যাচের ৬৯ মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিলেন রিয়ালের রদ্রিগো। তবে স্বাগতিক এক ডিফেন্ডারের প্রচেষ্টায় তার গোলের সুযোগ নষ্ট হয়ে যায়। ম্যাচের ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার আলভারে ওদ্রিও সোলা। দশ জনের দল নিয়ে দারুণ সব চেষ্টা চালালেও গোল শোধ করা সম্ভব হয়নি। ফলে লিগে প্রথম হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে।

এ ম্যাচে জিতলে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেতো রিয়াল। উল্টো হারের পর ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে গ্রানাডা।