• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

কণ্ঠ নকল করে মন্ত্রীকে ডিসি পরিচয় দিয়ে ধরা প্রতারক

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

শিল্প প্রতিমন্ত্রী বা এমপি কিংবা কাউন্সিলরের কণ্ঠ নকল করে সাধারণ মানুষের কাছে বিভিন্ন পন্থায় টাকা দাবি করতেন। টার্গেট বিভিন্ন ব্যবসায়ী অথবা সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের। এমনই এক প্রতারককে রোববার গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।  তার বিরুদ্ধে এর আগেও রাজধানীর দুটি থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর জোনের ডিসি পরিচয়ে নগরীর শেওড়াপাড়ার ব্যবসায়ী ইসহাকের নম্বরে ফোন দিয়ে মহামারিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য টাকা চান ইমদাদ নামের এক ব্যক্তি। কথা বলিয়ে দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সঙ্গে। 

প্রতারক ইমদাদ বলেন, আমি জাহাঙ্গীর মোল্লা বলছি উপকমিশনার মিরপুর ব্রাঞ্চ। মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবো। সেখানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত থাকবেন। আপনার পক্ষ থেকে কিছু সহযোগিতা করতে হবে। ওপাশ তিনি বলেন, আমি ২০ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি।

মিরপুরের ডিসি পরিচয়ে, কণ্ঠ নকল করে কথা বলাতেন মন্ত্রী, এমপি, কমিশনার এমন সব সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের। এমনই এক প্রতারককে রোববার গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

মিরপুর জোনের ডিসি জানান, নানা অজুহাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের টার্গেট করে টাকা হাতিয়ে নিত এই প্রতারক।

ব্যবসায়ী ইসহাক বলেন, কামাল আহমেদ মুজমদারের সঙ্গে আমার অনেকবার মিটিং হয়েছে। সে কণ্ঠের সঙ্গে কোনো মিল নেই। ডিসি সাহেব যদি টাকাই নিতে চান তাহলে বিকাশে কেন? হয় ডিসি স্যার লোক পাঠাবেন অথবা আমাকে চায়ের দাওয়াত দেবেন।

এমন প্রতারণার শিকার নানা ব্যক্তির অভিযোগের তদন্তের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে। ভুক্তভোগীদের থেকে নেয়া নগদ অর্থও উদ্ধার করে পুলিশ।

মিরপুর জোনের ডিসি আসম মাহতাব উদ্দিন বলেন, সমাজের প্রতিষ্ঠিত ও বিখ্যাত ব্যক্তির মাধ্যমে যখন কথা বলে, তখন এক ধরনের সন্দেহ তৈরি হয়। সে সময়ে তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলেন। অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করে সক্ষম হই। এ ছাড়া তার থেকে ৩৭ হাজার টাকা উদ্ধার করি।
 
এর আগেও প্রতারণার অভিযোগে নগরীর দারুসসালাম ও রামপুরা থানায় এই প্রতারকের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানায় পুলিশ।