• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১  

বিএনপির ছত্রছায়ায় দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অপকর্মে লিপ্ত রয়েছে জামায়াত ইসলামীর ছাত্রসংগঠন শিবির। তবে তাদের অপকর্মের মিশনের পন্থাটা এবার ভিন্ন বলে অনুসন্ধানে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেকদিন ধরে মাঠের রাজনীতিতে অদৃশ্য ছিল জামায়াত ও তাদের ছাত্রসংগঠন শিবির। তবে সম্প্রতি শহর ছেড়ে গ্রামের দিকে তাদের পরবর্তী মিশন নিয়ে অগ্রসর হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, করোনাভাইরাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা প্রত্যেকেই তাদের আদি নিবাসে চলে গেছে। ফলে রাজধানীসহ বিভাগ ও জেলা শহরে তাদের ‘গোপনে করা’ রাজনৈতিক কর্মকাণ্ডও কার্যত মুখ থুবড়ে পড়েছে। পুনরায় দলীয় কার্যক্রম চাঙ্গা এবং বিএনপির ছত্রছায়ায় ভাঙচুরসহ নানা অপকর্ম করতে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখন গ্রামের দিকে দৃষ্টি দিয়েছে। আর এ কাজে তাদের সহায়তা করছে জামায়াতে ইসলামী বাংলাদেশের তৃণমূলের নেতৃবৃন্দ।

অনুসন্ধানে আরো জানা গেছে, আন্ডারগ্রাউন্ডের রাজনীতিতে অভ্যস্ত জামায়াত এতদিন চোরাগুপ্তাভাবেই তাদের দলীয় কর্মযজ্ঞ সম্পাদন করে আসছিল। হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে অগ্রসর হচ্ছিল শিবির। কিন্তু বাধ সাধে করোনাভাইরাস। তাই এবার ভিন্ন পথে হাঁটছেন দলটির নেতৃবৃন্দ। তারই অংশ হিসেবে শিবিরকর্মীরা এখন গ্রামে গ্রামে অবস্থান করছে। পাড়া-মহল্লার মসজিদগুলোতে নিজেদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বিএনপির নেতাদের দাপট ও নানা অপকর্মের শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর শিক্ষার্থী ছাড়াও তাদের নজরে রয়েছে এলাকার অল্পবয়সী সরলপ্রাণ মানুষ। এদের মগজ ধোলাই করে নিজেদের দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বয়স্ক মানুষকে বশে আনা কঠিন। এমনকি তার মাধ্যমে গোপন পরিকল্পনা ফাঁসেরও সম্ভাবনা বেশি। তাই তাদের থেকে মুখ ফিরিয়ে অল্পবয়সী ও কোমলমতি শিক্ষার্থীরাই এবার শিবিরের টার্গেট। এ লক্ষ্যে তারা নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে। দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারার অংশ হিসেবে বিএনপিকে সহায়তা করছে বিতর্কিত এই ছাত্র সংগঠন।