• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজয় দিবসে পটুয়াখালীতে গন সংযোগ ও রেলি

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

পটুয়াখালী প্রতিনিধি॥ 
প্রচারনার আজ সপ্তম দিন বিজয় দিবসের গনসমাবেশ ও বিজয় মিছিলের মাধ্যমে পটুয়াখালী শহরে প্রচারনা চালিয়েছেন পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া। রবিবার সকালে শহরের পিডিএস ময়দানে গনজমায়েতে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট চান। পরে বেলা সাড়ে ১১ টায় সেখান থেকে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিজয় মিছিলে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 
র‌্যালী পূর্ব সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও জেলা আওয়ামী লীগ সভাপতি এবং নৌকার মার্কার প্রার্থী এডভোকেট মো. শাহজাহান মিয়া। বিশাল এ র‌্যালিটিতে জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে এডভোকেট মো.শাহজাহান মিয়া বলেন, বিজয়ের এই দিনে আওয়ামী লীগ বিজয় র‌্যালীর আয়োজন করেছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এ আয়োজন। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে বড় হবে এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন,মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত একটি নতুন প্রজন্ম গড়তে হলে আগামী ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনা থাকলে দেশ ভালো থাকবে আর শেখ হাসিনা না থাকলে দেশকে পাকিস্তানি ধারায় ফিরে যেতে হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য তিনি সবাইকে আহবান জানানা।