• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাঙ্গাবালীর স্কুলে বাংলা বিষয়ে পাঠদান করলেন ডিসি

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯  

রাঙ্গাবালীর প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছিলেন শ্রেণি শিক্ষক। হঠাৎ করেই শ্রেণি কক্ষে ঢুকে পড়েন জেলা প্রশাসক। এ সময় ওই শ্রেণির কক্ষে বাংলা বিষয়ে পাঠদান চলছিল। তখন ওই বিষয়ের ওপর কিছু সময়ে পাঠদান করলেন পটুয়াখালীর জেলা প্রশাসক। পাশাপাশি তাদের পড়াশুনাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবরও নেন। এরপর তিনি ওই বিদ্যালয়ের অফিস কক্ষে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলেন। 

বুধবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫৪ নম্বর চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।   

জানা গেছে, বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। পরে সেখানে মতবিনিময় শেষে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কাউকে কিছু না বলেই হঠাৎ গাড়ি নিয়ে চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার খোঁজ খবর নেন। আর বিদ্যালয়ের অবকাঠামো ও পাঠদান কার্যক্রমসহ সার্বিক বিষয়ে তদারকি করেন।
 
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, পটুয়াখালী সহকারী কমিশনার উম্মে হাবিবা মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সগীর ও সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।
 
বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘স্কুলটির পরিবেশ আমার কাছে খুব ভাল লেগেছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এভাবেই প্রত্যেকটি স্কুলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত।’