• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সোনার চর হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র- এমপি মহিব

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯  

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান বলেছেন, দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য বর্তমান সরকার মাস্টারপ্লান হাতে নিয়েছে। রাঙ্গাবালীর সোনারচরকে সাজানোর জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। সোনারচরের উন্নয়নের জন্য ইতোমধ্যে  দুই কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি সোনারচর হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেদ্র। আজ শুক্রবার দুপুরে ছাটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ এবং প্রচেষ্টায় উন্নয়নে সাজছে সাগর উপকলীয় পটুয়াখালীর রাঙ্গাবালী-কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা। আর এ উন্নয়নের ধারায় চলমান রয়েছে কয়েক হাজার কোটি টাকার কাজ। ২০২১ সালের মধ্যেই উন্নয়নে বদলে যাবে দক্ষিণ অঞ্চলের চিত্র। তবে এ উন্নয়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। আমি আপনাদের পাশে থেকে সরকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই। আপনাদের সবাই জননেত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। তার এ লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আমি কাজ করে যাচ্ছি।
ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হাসান। এসময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য একে সামসুদ্দিন আবু, উপজলা ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মদ, রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাবির হোসন, আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী পারভীন,  শ্রমিক লীগ সভাপতি রওশান মৃধা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, ঢাকা-রাঙ্গাবালী ছাত্র কল্যান পরিষদের সভাপতি কামরুজ্জামান।