• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

আগামী বছরের ১৬ জানুয়ারি শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বরাবরের মতো উৎসব আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি। ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি’- এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। 

এবার ৬০টি দেশের ২০০ চলচ্চিত্র প্রদর্শনের জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এগুলো প্রদর্শিত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, স্টার সিনেপ্লেক্স ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। 

সিনেমা প্রদর্শন ছাড়াও থাকছে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, উইমেনস ফিল্ম সেশনসহ বেশ কয়েকটি প্রতিযোগিতা পর্ব। আর এতে বিচারক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য অভিনয়শিল্পী ফেরদৌস, বন্যা মির্জা, ভারতের খ্যাতিমান কণ্ঠশিল্পী, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্তসহ বিশ্বের বেশ কয়েকজন আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পী। 

এ প্রসঙ্গে উৎসব পরিচালক মুজতবা জামাল জানান, করোনার এই দুঃসময়ে সিনেমাপ্রেমীদের জন্য আনন্দের ঘোষণা এটা। এরই মধ্যে উৎসবের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে।

বন্যা মির্জা বলেন, ‘বহু বছর ধরে এই উৎসবের বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত আছি। কিন্তু এই প্রথম বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছি। এ দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত। আশা করছি, বরাবরের মতো এ উৎসব সবার মধ্যে সাড়া ফেলবে।’