• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
দেশকে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

মাদারীপুরে চলছে আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

 মাদারীপুরে প্রথমবারের মতো চলছে আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। দুই শতাধিক দেশি-বিদেশি শিল্পীর আঁকা কয়েক শ’ চিত্র কর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন জেলার দর্শনার্থীরা। ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতি ধরে রাখার পাশাপাশি জেলার সুনাম বাড়াতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আর দর্শনাথীদের দাবী, প্রতি বছরই এমন আয়োজনের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, করোনা ভাইরাস ও তার প্রতিকারসহ নানা চিত্র দেখতে দর্শনার্থীদের ভীড়। প্রয়াত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন নামে মাদারীপুর শহরের লেকের দক্ষিনপাড়ে ‘মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম’ শুরু হয়েছে ১২ দিনের আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো এই প্রদর্শনী মুগ্ধ করেছে দর্শনার্থীদের। ৩টা গ্যালারিতে আড়াইশ’র বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, এর মধ্যে ৫০ জন বিদেশি শিল্পীর চিত্রকর্ম রয়েছে। কয়েকজন দেশি শিল্পীর ভাষ্কর্যও রয়েছে। বিকেলের পর থেকে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। জেলার বাইরেও পাশের শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ থেকেও শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের পদচারনায় মুখর প্রদর্শনী প্রাঙ্গন। বছরের বিশেষ দিনে এই আয়োজন করার আহবান দর্শনার্থীদের।
চিত্র প্রদর্শনী দেখতে আসা শিক্ষক আবদুর রহমান বাচ্চু বলেন, ‘সত্যিই এমন প্রদর্শনী মুগ্ধ করেছে। জেলা শহরে এমন অনুষ্ঠান প্রথম হওয়ায় দারুণ আনন্দিত আমরা। এই প্রদশনী যদি ১২ দিন না হয়ে মাসব্যাপী হতো, তাহলে আরো ভালো হতো। প্রতি বছর এমন আয়োজন দেখতে চাই।’
মিঠু আকন নামে আরেক দর্শনার্থী বলেন, ‘শরিয়তপুর জেলা থেকে এই প্রদর্শনীর খবর শুনে দেখতে এসেছি। এখানে অনেক কিছু শেখার আছে। প্রতিটি ছবি আলাদা আলাদা জ্ঞান ছড়িয়েছে। ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর আ আয়োজন করার জন্যে।
চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও প্রয়াত কাজী আনোয়ার হোসেনের ছেলে অপু কাজী জানান, ‘ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি জেলার সুনাম বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, প্রতিবছর এই আয়োজন করতে পারব। আর ঢাকা শহরে না করে মাদারীপুরে করার একটাই কারণ, দেশের মানুষও যেন মহৎ ব্যক্তিদের চিত্রকর্ম দেখার সুযোগ পায়।’
শুক্রবার সন্ধ্যায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য শাজাহান খান। যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। ২১০ জন দেশী-বিদেশী চিত্রশিল্পীর নিপুন হাতে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাস, ঐতিহ্যসহ সংস্কৃতির নানা নিদর্শণ। এর থেকে সবার মাঝে জ্ঞানের ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘জেলাবাসীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এই আয়োজন উপভোগ করতে পেরেছে।’