• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নবরূপে সেজেছে বরিশাল

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩  

দীর্ঘ ৫ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। শুধু নগরীতেই নয়, পুরো বিভাগজুড়ে চলছে জনসভায় যোগদানের জন্য আহ্বান জানিয়ে প্রচার।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, জনসভায় ১০ লাখ লোক সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জনসভা সফলে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নবরূপে সেজেছে বরিশাল নগরী। রাস্তাঘাট, অলিগলিসহ নগরীর প্রবেশদ্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সব চলার পথ পরিচ্ছন্ন ও সংস্কার করা হয়েছে; বসানো হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনি। সভাস্থলকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে এরইমধ্যে নগরীর বঙ্গবন্ধু উদ্যানকে সাজানোর কাজ প্রায় শেষ। সম্মেলনস্থলে তিনটি স্তর করা হয়েছে- প্রথম স্তরে মঞ্চ। যেখানে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে বরিশালের নৌকা প্রতীকের প্রার্থীরাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বসবেন। এরপর দ্বিতীয় ধাপে থাকবেন বরিশাল বিভাগ ও জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও অতিথিরা। তৃতীয় ধাপে নারী ও পুরুষের দুটো ভাগে প্রায় ২০ হাজার চেয়ার রাখা হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সবাই খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে বরিশালের প্রতিটি আসন তাকে উপহার দিতে চাই।’

এদিকে দুভাগে বিভক্ত হয়ে নগরীতে প্রধানমন্ত্রীর জনসভা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। প্রতিটি পাড়া-মহল্লায় চলছে মাইকিং ও লিফলেট বিতরণ। সদর আসনের নৌকার মাঝি অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুকের সমর্থনে নৌকার ছবি দিয়ে তৈরি লিফলেট বিতরণ করছেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ এবং জাহিদ ফারুক সমর্থকগোষ্ঠী। একইসঙ্গে জাহিদ ফারুক শামীম এমপি তার প্রতিটি নির্বাচনি জনসভা ও উঠান বৈঠকে জনসভায় উপস্থিত হবার প্রতিশ্রুতি আদায় করছেন তিনি।

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারেও চলছে জনসভা সফল করার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং। এ ভাগের নেতৃত্বে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার অনুসারীরা।

জনসভা সফলের জন্য গঠিত কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, জুম্মা নামাজের পর জনসভা শুরু করা হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল তিনটার মধ্যে তিনি জনসভা মঞ্চে উঠবেন। সন্ধ্যার আগে জনসভা শেষ করার লক্ষ্য নেয়া হয়েছে।

বলরাম পোদ্দার বলেন, জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম।

বক্তব্য দেওয়ার তালিকায় আরো রয়েছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বরিশাল সদর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

সমাবেশ সঞ্চালনা করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানেই জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জনসভায় ভাষণ দিয়েছিলেন। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায় জনসভা করছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বরিশালের এই সফর বলে দলীয় সূত্রে জানা গেছে। পথে তিনি গৌরনদী, উজিরপুরসহ কয়েকটি স্থানে পথসভা করতে পারেন বলে জানিয়েছে দলীয় একাধিক সূত্র।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে রয়েছে। নগরে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। জনসভা মঞ্চ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এ ছাড়াও র‌্যাব, বিজিবি টহলও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।