• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

সবুজ পাতার ফাঁকে ফাঁকে রসালো তরমুজ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১  

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বিস্তীর্ন উপকূলের পতিত জমি, বালুর ধুমসহ আবাদি জমিতে দিনদিন বিস্তৃত হচ্ছে রসালো ফল তরমুজের চাষ। অনুকূল আবহাওয়া, রোগবালাইয়ের প্রকোপ না থাকায়  কৃষি অফিসের সহযোগিতায় আগাম চাষেও মিলেছে বাম্পার ফলন। চাষীরাও পেয়েছেন উচ্চ বাজার মূল্য। সংশ্লিস্টদের অভিমত, মিস্টির পানির সংরক্ষন বাড়ানো গেলে এক মৌসুমে এখাত থেকেই আয় হতে পারে প্রায় হাজার কোটি টাকা।  

কঠোর শ্রমের হলেও ভাল ফলন, উচ্চ বাজার চাহিদা, বেশ লাভজনক হওয়ায় পটুয়াখালীতে দিনদিন বাড়ছে রসালো মৌসুমী ফল তরমুজের চাষ। স্বল্প খরচে অধিক লাভের ফলে আগাম তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে দিনদিন। চলতি মৌসুমে আগাম চাষে মিলেছে বাম্পার ফলন। মৌসুমের তিন মাস আগে বাজারে আসায় চাষীরাও পেয়েছেন উচ্চ মূল্য। 

তরমুজ চাষে রাংগাবালী তার পুরনো অবস্থান ধরে রেখেছে। চলতি মৌসুমে জাহাজমারার চরের বালুর ধুমের পতিত জমিতে তরমুজ চাওেষ সেখানকার কৃষকরা পেয়েছেন বাম্পার ফলনসহ উচ্চ বাজার মূল্য। তবে মিস্টি পানির সংকটসহ বৃস্টিপাত না থাকায় অনেক এলাকায় শুকিয়ে মরে যাচ্ছে গাছ। ঝড়ে যাচ্ছে ফল। ফলে কাংখিত লাভ না পাওয়াসহ ক্ষতির শংকায় পড়েছেন এখানকারঅনেক কৃষক।

চলতি মৌসুমে জেলার ১৪ হাজার ৯৭৭হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। হেক্টর প্রতি ৩০ মেট্রিক টন হিসাবে সাড়ে চার লক্ষ মেট্রিক টনের বেশি ফলনের আশা করছে কৃষি বিভাগ। বিগত বছরের চেয়ে ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমন দাবী সংশ্লিস্টদের।  
কাউয়ারচর গ্রামের তরমুজ চাষী হারুন হাওলাদার বলেন, চলতি মৌসুমে ২৭কড়া জমিতে তরমুজ চাষে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। ইতোমধ্যে তিনি বিক্রি করেছেন ৮০ হাজার টাকা। 

নয়াপাড়া এলাকায় কৃষক মনির হাওলাদার বলেন, ১৫ একর জমিতে তরমুজ চাষ করেছি। বাম্পার ফলন হয়েছে। পুরো ক্ষেতের তরমুজ ১৫লক্ষ টাকায় পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আ. মান্নান জানান, পরিবেশ বান্ধব পদ্ধতিতে উন্নত জাতের তরমুজ আগাম চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি অতিমাত্রায় বালাইনাশক যাতে প্রয়োগ করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে তদারকি করা হয়েছে।