• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার- বন্দর চেয়ারম্যান গোলাম সাদেক

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ পায়রা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান  রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বিএন বৃহস্পতিবার বন্দরের সকল কর্মকর্তাদের নিয়ে কনফারেন্স রুমে একটি সভা করেন। সভায় তিনি বন্দরের সকল কর্মকর্তাদের পরিচয় জানেন এবং সকলের কাজের বিষয়ে অবহিত হন।

এসময় তিনি বন্দরের গোলাম কর্মকর্তাদের উদ্দেশ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে বলেন, দক্ষ, স্মার্ট এবং গ্রিন পোর্ট আমাদের প্রধান  লক্ষ্য। বন্দরে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বন্দরের রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বিএন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পাবকের কনফারেন্স রুমে পরিচিত পর্ব ও মতবিনিময় সভা করেন। পায়রা বন্দরে যোগদানের পর সাংবাদিকদের সাথে এটাই তার প্রথম মতবিনিময়।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরকার পায়রা বন্দরকে একটি আধুনিক, ব্যবসা বান্ধব ও পরিবেশ বান্ধব গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বন্দরের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার ফলে ২৬শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ থেকে বন্দরে প্রতিনিয়ত ১০ মিটারের বেশি গভীরতার বিদেশি মাদার ভ্যাসেল আগমন করছে বলে তিনি জানান । বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনালটি চালু হলে এর অপারেশন কার্যক্রম আরো বহুগুণ বৃদ্ধি পাবে।

পায়রা বন্দরের অগ্রযাত্রায় স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যম সার্বক্ষণিক যুক্ত থাকায় এ সময় তিনি গণমাধ্যমের কর্মীদের প্রতি  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে বন্দর চেয়ারম্যান বলেন, আপনারা দেশে-বিদেশে সকল মহলে প্রচার করুন পায়রা বন্দর এখন অপারেশনের জন্য প্রস্তুত, সবাই  পায়রা বন্দরকে ব্যবহার করুন এবং পায়রা বন্দর তথা দেশের উন্নয়ন, অগ্রগতিতে অবদান রাখুন। এছাড়াও তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সভা শেষ করেন।