• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার- বন্দর চেয়ারম্যান গোলাম সাদেক

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ পায়রা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান  রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বিএন বৃহস্পতিবার বন্দরের সকল কর্মকর্তাদের নিয়ে কনফারেন্স রুমে একটি সভা করেন। সভায় তিনি বন্দরের সকল কর্মকর্তাদের পরিচয় জানেন এবং সকলের কাজের বিষয়ে অবহিত হন।

এসময় তিনি বন্দরের গোলাম কর্মকর্তাদের উদ্দেশ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে বলেন, দক্ষ, স্মার্ট এবং গ্রিন পোর্ট আমাদের প্রধান  লক্ষ্য। বন্দরে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বন্দরের রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বিএন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পাবকের কনফারেন্স রুমে পরিচিত পর্ব ও মতবিনিময় সভা করেন। পায়রা বন্দরে যোগদানের পর সাংবাদিকদের সাথে এটাই তার প্রথম মতবিনিময়।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরকার পায়রা বন্দরকে একটি আধুনিক, ব্যবসা বান্ধব ও পরিবেশ বান্ধব গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বন্দরের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার ফলে ২৬শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ থেকে বন্দরে প্রতিনিয়ত ১০ মিটারের বেশি গভীরতার বিদেশি মাদার ভ্যাসেল আগমন করছে বলে তিনি জানান । বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনালটি চালু হলে এর অপারেশন কার্যক্রম আরো বহুগুণ বৃদ্ধি পাবে।

পায়রা বন্দরের অগ্রযাত্রায় স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যম সার্বক্ষণিক যুক্ত থাকায় এ সময় তিনি গণমাধ্যমের কর্মীদের প্রতি  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে বন্দর চেয়ারম্যান বলেন, আপনারা দেশে-বিদেশে সকল মহলে প্রচার করুন পায়রা বন্দর এখন অপারেশনের জন্য প্রস্তুত, সবাই  পায়রা বন্দরকে ব্যবহার করুন এবং পায়রা বন্দর তথা দেশের উন্নয়ন, অগ্রগতিতে অবদান রাখুন। এছাড়াও তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সভা শেষ করেন।