• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

কাশ্মীরের উন্নয়ন চিত্রে পটুয়াখালীর দৃষ্টিনন্দন ঝাউতলা সড়ক

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

পটুয়াখালী প্রতিনিধিঃ আর্ন্তজাতিকভাবে আলোচিত হয়ে উঠেছে পটুয়াখালীর দৃষ্টিনন্দন ঝাউতলা সড়কটি। পটুয়াখালী পৌরশহরের ঝাউতলার এ সড়কের ছবিটি ব্যবহার করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ‘রূপান্তরের অত্যাশ্চর্য প্রতীক’ হিসাবে। সোমবার থেকে শুরু হওয়া জি-২০ দেশগুলোর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানাতে ভারত নিয়ন্ত্রিত জাম্মু কাশ্মীরের শ্রীনগরের বুলেভার্দ রোডকে নতুন চেহারা দেওয়া হয়েছে দাবি করে জম্মু-কাশ্মীরের বুদগাম তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর)।

বাস্তবিকতায়, পাশ্চত্য ও সিংগাপুরের স্থাপত্য শৈলির মিশ্রনে দৃষ্টিনন্দন ঝাউতলা (স্থানীয়দের কাছে) নামে পরিচিত এ সড়কটি র্নিমান করেছে পটুয়াখালী পৌরসভা। জনগুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে পৌরশহরের তিতাস মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মোট দেড় কিলোমিটার (১.৫কি.মি) সড়কটি র্নিমানে ব্যায় হয়েছে ১৩ কোটি টাকা। পরিবেশ বান্ধব ’ইউনি ব্লক’ ইট ব্যবহার করা হয়েছে সড়কটির র্নিমানে। শিক্ষার্থীদের চলাচল ও বাইসাইকেল ব্যবহারের জন্য রয়েছে ’সাইকেল লেন’। পায়ে হাটা এবং প্রাত:ভ্রমনকারীদের জন্য রয়েছে ’ওয়াক ওয়ে জোন’ এবং বিশ্রাম নেয়ার বসার জন্য বেঞ্চি। নির্মল বাতাস, অক্সিজেন এবং ধুলোবালি মুক্ত রাখার জন্য সড়কটির মাঝখানে এবং ফুটপাতে লাগানো হয়েছে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছ। রাতের চলাচলে সড়কের মাঝখানে এবং ফুটপাতে পর্যাপ্ত আলোর জন্য সিংগাপুরের আদলে লাইটিংয়ের ব্যবহার করা হয়েছে।    

এই সড়কেই রয়েছে জেলা পরিষদের শেখ রাসেল শিশুপার্ক, সার্কিট হাউজ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবন, জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ লাইনস, চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতসহ সরকারী বিভিন্ন গুরুত্ব স্থাপনা। সড়কের চৌরাসÍায় স্ঞাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর মুর‌্যাল। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার নানা চিত্র।  

গণমাধ্যম ফ্রি প্রেস কাশ্মীরের এক প্রতিবেদনে বলা হয়, এনিয়ে বিপাকে পড়েছেন ভারতের সরকারি কর্মকর্তা এবং বিজেপি নেতারা। প্রতিবেদনে আরো বলা হয়, জম্মু কাশ্মীরভিত্তিক এনজিও সেভ ইয়ুথ সেভ ফিউচারের চেয়ারম্যান ওয়াজাহাত ফারুক ভাট কাশ্মীরের উন্নয়নের দাবি নিয়ে একই ছবিটি টুইট করেছিলেন। যদিও ছবিটি পরে তার অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলা হয়েছে।

পটুয়াখালী পৌর কাউন্সিলর কাজল বরন দাস বলেন, পটুয়াখালী পৌরসভার ঝাউতলা সড়কটি দৃস্টিনন্দন আধুনিক স্থাপত্যশৈলীতে সমৃদ্ধ সেটি প্রমান করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বুদগাম তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর)।

পটুয়াখালী পৌরসভার প্রকৌশল বিভাগের প্রকৌশলী জসিম উদ্দিন আরজু জানান, পটুয়াখালী পৌরবাসীকে সকল নাগরিক সুবিধা সম্বলিত একটি নগর উপহার দিতে নিরলস কাজ করছে পৌরসভা।