• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

মনোনয়ন প্রত্যাহারের পর বরিশাল বিভাগে মাঠে থাকছে ১২০ প্রার্থী

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩  

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নানা চমক দেখা গেছে বরিশালে। জাতীয় পার্টি ও ১৪ দলের সঙ্গে আসন সমঝোতার কারণে দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের বেশকিছু প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। বরিশাল বিভাগের ২১টি আসনে ১৪৫ প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন ২৫ জন। এখন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১২০ প্রার্থী।

জানা গেছে, জাতীয় পার্টি ও ১৪ দলের সঙ্গে আসন সমঝোতার কারণে পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফজাল হোসেনকে বাদ দেয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগ মনোনীত বরিশাল-৩ আসনের সরদার মো. খালেদ হোসেন, পিরোজপুর-২ আসনের কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ আসনের আশরাফুর রহমান ও বরিশাল-২ আসন থেকে তালুকদার মো. ইউনুসকে বাদ দেয়া হয়েছে। এসব আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থীরা নির্বাচন করবেন।

এরমধ্যে বরিশাল জেলার ৬টি আসনে বৈধ প্রার্থী ছিলেন ৪৬ জন। এরমধ্যে ১১ জন প্রার্থিতা প্রত্যাহার করায় ভোটের মাঠে আছেন ৩৫ প্রার্থী।

এদিকে বিভাগের ঝালকাঠি জেলায় ২টি আসনে বৈধ প্রার্থী ছিলেন ১৩ জন। প্রত্যাহার করেছেন ২ জন। ভোটের মাঠে আছেন ১১ জন প্রার্থী। বরগুনা জেলার ২টি আসনে বৈধ প্রার্থী ছিলেন ১৯ জন। প্রত্যাহার করেছেন ২ জন। ভোটের মাঠে আছেন ১৭ প্রার্থী। পটুয়াখালী জেলার ৪টি আসনের বৈধ প্রার্থী ছিলেন ২৫ জন। প্রত্যাহার করেছেন ৩ জন। ভোটের মাঠে আছেন ২২ জন প্রার্থী। ভোলা জেলার ৪টি আসনের বৈধ প্রার্থী ছিলেন ১৭ জন। প্রত্যাহার করেছেন ১ জন। ভোটের মাঠে আছেন ১৬ জন প্রার্থী। পিরোজপুর জেলার ৩টি আসনের বৈধ প্রার্থী ছিলেন ২৫ জন। প্রত্যাহার করেছেন ৬ জন। ভোটের মাঠে আছেন ১৯ প্রার্থী।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছেন তারা। এরইমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ায় প্রতীক দেয়া হবে। এরপর নির্বাচনী প্রচার প্রচারণায় নামবে প্রার্থীরা। নিরাপত্তার দিক বিবেচনা করে প্রতিটি কেন্দ্রে ২০ জনের একটি আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।

এদিকে বরিশাল বিভাগের ২১টি আসনে আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় পার্টি (জেপি), ন্যাশনাল পিপলস পার্টি, তৃনমূল বিএনপি, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, জাসদ, বিএনএফ, সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ কংগ্রেস ও কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।