• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে

এবার দুবাইতে এনআইডি কার্যক্রম উদ্বোধন

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করে নেয়ার কার্যক্রমে এবার দুবাই গেল নির্বাচন কমিশন (ইসি)। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার এই কার্যক্রম উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গতকাল সোমবার দেশটির আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং  নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ বিশিষ্ট প্রবাসী নাগরিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের অনেকের কোনো ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নেই। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি সোনার মানুষ হিসেবে পরিচিত এই প্রবাসীদের দীর্ঘদিনের দাবি জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটাধিকার। কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে বৈধভাবে সবাই কার্ড পাবেন। আশা করছি আপনাদের এ সংক্রান্ত ভোগান্তি কমবে।’

মন্ত্রী এসময় প্রবাসীদের আরো বেশি বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করেন এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সজাগ থাকার আহ্বান জানান।

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপনে সকল প্রবাসীকে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণেরও আহ্বান জানান মন্ত্রী।

এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা কতিপয় দলিলাদি সংযুক্তি সাপেক্ষে অনলাইনের services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে প্রাপ্ত তথ্যাদি যাচাই বাছাই করে প্রবাসেই বায়োমেট্রিক সংগ্রহসহ স্মার্টকার্ড প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর অনলাইনে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে নির্বাচন কমিশন।