• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

আড়াই মাসে আমদানি হয়েছে ১ লাখ ৬৭ হাজার টন পেঁয়াজ

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

চলতি বছরের আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন দেশ থেকে ৮টি কাস্টম বন্দর দিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮০৬ দশমক ৪৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আর আমদানি করা এই পেঁয়াজের মূল্য ৬৬০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআরের হালনাগাদ তথ্যে জানা গেছে, বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে ১৭১ টন পেঁয়াজ, যার দাম ৪৮ লাখ টাকা। বেনাপোল কাস্টম হাউস দিয়ে ১৮ কোটি ২ লাখ টাকায় আনা হয়েছে ৩ হাজার ৭২৬ দশমিক ২৮ টন পেঁয়াজ। ভোমরা স্থলবন্দর দিয়ে এসেছে ৪৬ হাজার ৩৭০ দশমিক ৬০ মেট্রিক টন পেঁয়াজ। যার মূল্য ১৮৪ কোটি ৪৩ লাখ টাকায়। চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে আমদানি করা হয়েছে ৬ হাজার ৬৯২ দশমিক ৭৫ মেট্রিক টন পেঁয়াজ যার মূল্য ১৯ কোটি ১১ লাখ টাকায়। ঢাকা কাস্টম হাউস দিয়ে আমদানি করা হয়েছে ২৬ দশমিক ৭২ মেট্রিক টন পেঁয়াজ যার মূল্য ৩৭ লাখ টাকা, হিলি বন্দর দিয়ে আমদানি করা হয়েছে ২৪ হাজার ৩০৮ দশমিক ৫০ মেট্রিক টন পেঁয়াজ যার মূল্য ৮৩ কোটি ৩৮ লাখ টাকায়। সোনা মসজিদ বন্দর দিয়ে আমদানি করা হয়েছে ৫১ হাজার ৬৪৯ দশমিক ২৪ মেট্রিক টন পেঁয়াজ যার মূল্য ২০২ কোটি ৪১ লাখ টাকা। আর টেকনাফ দিয়ে আমদানি করা হয়েছে ৩৪ হাজার ৮৬১ দশমিক ৩৮ মেট্রিক টন পেঁয়াজ যার মূল্য ১৫১ কোটি ৭৫ লাখ টাকা।

সবমিলিয়ে ২ মাস ১৮ দিনে ১ লাখ ৬৭ হাজার ৮০৬ টনের কিছু বেশি পেঁয়াজ আমদানি করা হয়েছে।

অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিলে দেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ২৫০ টাকা ছাড়িয়ে যায় পেঁয়াজের কেজি।

পরে মিশর, মিয়ানমার, চীন থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী দেশে আসছে বিভিন্ন দেশের পেঁয়াজ। এদিকে, কিছু কিছু জায়গায় উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজ।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব মতে, ২০১৮-১৯ অর্থবছরে (জুলাই-জুন) দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ২৩ দশমিক ৩০ লাখ মেট্রিক টন। আর পেঁয়াজ আমদানি করা হয়েছে ১০ দশমিক ৯২ লাখ মেট্রিক টন। ফলে মোট সরবরাহ হয়েছে ৩৪ দশমিক ২২ লাখ মেট্রিক টন। অন্যদিকে, দেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদা রয়েছে ২৪ লাখ মেট্রিক টন। ফলে দেশেই বাড়তি সরবরাহ রয়েছে প্রায় ১০ দশমিক ২২ লাখ মেট্রিক টন।