• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

রোমানিয়ায় জনশক্তি রফতানি শুরু

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১  

ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ রোমানিয়ায় বেসরকারি উদ্যোগে জনশক্তি রফতানি শুরু হয়েছে। বৈশ্বিক করোনা মহামারির পর দেশটিতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজার হিসেবে সম্ভাবনাময় হয়ে উঠেছে ইউরোপের দেশ রোমানিয়া।

বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার কর্মী নেবে দেশটি। সম্ভাবনাময় নতুন এই শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার। এরইমধ্যে স্বল্প খরচে খুব সহজেই কাজের ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমাতে শুরু করেছেন বাংলাদেশিরা। সম্প্রতি বিএমইটির পরিচালক (ইমিগ্রেশন) হাসান মাহমুদ জানান, করোনা মহামারির উন্নতি হওয়ায় মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি কর্র্মী নিয়োগ শুরু হয়েছে। রোমানিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া ও ইতালিতে কর্মী যাওয়া শুরু হয়েছে।

সূত্র মতে, গত আগস্ট মাসে বিভিন্ন দেশে ১৯ হাজার ৬০৪ জন কর্মী চাকরি লাভ করেছে। সেপ্টেম্বর মাসে বিভিন্ন দেশে ৪২ হাজার ৮ জন কর্মী চাকরি লাভ করেছে। গত অক্টোবর মাসে ৬৫ হাজার ৪৫ জন কর্মী বিদেশে চাকরি লাভ করেছে। রাজধানীর নর্থ বারিধারা নাভানা সিলভানিয়া টাওয়ারস্থ রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি এর মাধ্যমে গত শনিবার এমিরেটস ফ্লাইটে রোমানিয়ার উদ্দেশ্য ৯ দক্ষ কর্মী ঢাকা ত্যাগ করেছেন। এরা হলেন, ময়মনসিংহের কামরুল হাসান, মানুনুর রহমান, লিমন সরদার, বিদ্যুৎ, সাহাদাত শাহাজাহান, মীর লাদেন, আরিফুল হাসান জয়, মেহেদী হাসান ফাহাদ ও কিশোরগঞ্জের মো আল-আমিন।

রোমানিয়া থেকে ওই রিক্রুটিং এজেন্সি’র মালিক লোকমান শাহ জানান, নতুন সম্ভবনাময় রোমানিয়ার শ্রমবাজারে প্রচুর দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশি নিয়োগপ্রাপ্ত প্রত্যেক কর্মী বেতন পাবেন ৫৬০ ইউএস ডলার। দেশটির স্যান্টিয়েরাল নাভার কনস্টান্টা এস কোম্পানিতে বাংলাদেশি কর্মী নিয়োগের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আগামী ১৭ নভেম্বর বাংলাদেশে আসছেন। এ ব্যাপারে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, রোমানিয়ার বিভিন্ন কোম্পানিতে প্রায় ৫ হাজার কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশটিতে বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের মাধ্যমেই কর্মী প্রেরণ শুরু হয়েছে। ৯২ হাজার বর্গমাইলের এই দেশটিতে প্রায় ২০ মিলিয়ন মানুষের বসবাস। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় নতুন শ্রমবাজার হিসেবে সম্প্রতি আলোচনায় এসেছে রোমানিয়া। দেশটিতে কৃষি, তথ্য প্রযুক্তি, নির্মাণশিল্প, জাহাজ নির্মাণ শিল্প, ইলেকট্রনিকস ফুডসহ বিভিন্ন খাতে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে জানান স্থানীয় একটি নিয়োগদাতা প্রতিষ্ঠানের এমডি।

এদিকে, সম্প্রতি রোমানিয়া সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দেশটি ৪০ হাজার কর্মী নিতে চায়। সরকারি সব ধরণের নিয়ম মেনে ঢাকার বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে রোমানিয়ায় কর্মী পাঠানোর দৌড়-ঝাঁপ শুরু করেছেন।